সবাই যদি দেশকে ভালবাসত, তাহলে কতই না ভাল হত !
আমরা প্রায়ই চিল্লাচিল্লি করি দেশটা দুর্ণীতিতে শেষ হয়ে গেল। কিন্তু কেন এই দুর্নীতি ভেবে দেখেছেন কি কেউ?
আমরা অনেকেই মনে করি দেশের অধিকাংশ রাজনীতিবিদ দুর্নিতিবাজ। সুযোগ পাইলেই দুর্ণীতি করে, যেমন, এমপি হইলে এলাকার সব প্রতিষ্ঠান থেকে নিয়োগের বিনিময় বা উন্নয়নের টাকা মেরে খাওয়া, মন্ত্রী হইলে তো ১৪ পুরুষ কাজ না করেই........... । ক্ষমতাসীন দলের নেতা-পাতিনেতারা (যারা এমপি, মেয়র বা উপজালা চেয়ারম্যান হন নাই) তারা মন্ত্রীর বা এমপি বা প্রধান মন্ত্রীর ছেলের কাছের লোক পরিচয়ে চাঁদাবাজী, টেন্ডারনাজী করে থাকেন। বর্তমনে দখল বানিজ্য নতুন মাত্রা যোগ করেছে। আমলারাও দুর্নীতি করার সুযোগপায় দুর্ণীতিবাজ রাজনিতিবিদের কারনে।
আমার প্রশ্ন হল, এইসব মন্ত্রী-এমপি-উপজালা চেয়ারম্যানরা যদি সৎ হত, তাহলে কি বাংলাদেশের দুর্ণীতি কমে যেত? তাহলে আমলারা কি মানুষ হয়রানী (ঘুষ খাওয়া) ছেড়ে দিত? স্থানীয় নেতা-পাতি নেতাদের অত্যাচার কমে যেত?
দয়া করে আপনার মতামত তুলে ধরুন যুক্তিসহকারে। মাইনাস দিলেও যুক্তিদিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।