আমাদের কথা খুঁজে নিন

   

অয়োময়

আপাতত ঘুরপাক খাচ্ছি! ১। আমার কবি হওয়া হলো না আমার কবি হওয়া হলো না তার আগে হারিয়ে গেল সকাল ----------সোনা ঝরা রোদ্দুর। বৃষ্টি মাথায় নিয়ে মেঘেরা ওড়ে দিনকানা পাখিটি ঠোঁটে বয় যন্ত্রণার গান আমার কবিতার আজ ওষ্ঠাগত প্রাণ। আমার কবি হওয়া হলো না তার আগে চলে গেল দুপুর ভাত ঘুমে আসা মৃগলোচনা নুপুর। গোধূলীর ডাকে দুপুর দৌঁড়ায় সূর্য যায় অন্ধকার খাঁদে নিশ্চুপ ছাদে কালাপাহাড় ধলাপাহাড়ের জন্য কাঁদে আমার কবিতা কাদে সকাল দুপুর সাঝে দশ দিগন্ত ছেদিয়া মহাকালের মাঝে। ২। অয়োময় খুব সহজ করে জীবনের সুরটা পাল্টে গেল মৃদঙ্গ বাজলো মৃণালিনীর বুকে একটা শঙ্খ নেমে গেল অনাদরে জলে অতলে ঢেউ থেমে গেল। মাদল হাওয়ায় দুটো কলাগাছ সবুজ পাতা নাড়িয়ে কথা বলছিল একটা পলাতক মেঘ আকাশ দাপিয়ে ছুটছিল একটা নাগকেশর ঝরে পড়লো দিন শেষে সব কথা থেমে গেল বোবা সন্ধ্যায় খুব সহজ করে সিঙ্গায় ফুঁ দিয়ে জীবনের মুখটা হয়ে গেল অয়োময়। ছবি: নিজস্ব এ্যালবাম।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।