আমাদের কথা খুঁজে নিন

   

সিঁথি সাহার কণ্ঠে নূরী পাগলার গান : মনমাঝি নাইয়া

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের।... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।
সিঁথি সাহাকে নিয়ে এর আগের একটি পোস্ট ভবনদীর কূল পাইলাম না সাধের তরী বাইয়া বৈঠা নে তোর মনমাঝি নাইয়া তরী বাইলাম প্রেমের হাটে পার করিলাম ঘাটে ঘাটে বেঁচাকিনি উঠলো লাটে কামিনীর কূল পাইয়া বৈঠা নে তোর মনমাঝি নাইয়া বাইতে বাইতে উজান পানি ভেঙ্গে গেলো তরীখানি ছিঁড়া বাদাম হাওয়ায় টানি চলে নাও উজাইয়া বৈঠা নে তোর মনমাঝি নাইয়া ভবনদীর কূল পাইলাম না সাধের তরী বাইয়া বৈঠা নে তোর মনমাঝি নাইয়া অবশেষে সিঁথি সাহার 'বৈঠা' গানটা পেলাম তাঁর ফেইসবুকে। এ গানটা অনেক খুঁজেছিলাম। একটি টিভি অনুষ্ঠানে তখনো অচেনা সিঁথি সাহার গাওয়া এ গানটা আমায় মুগ্ধ করেছিল। নূরী পাগলার এ গানটি লালনভক্তদের কাছে বিশেষভাবে ভালো লাগবে আশা করি। আর, গানটির আসল মজা আমি নষ্ট করে ফেলেছি অনেক কাঁটাছেঁড়া ও এডিট করে। এডিটেড ভার্সন অরিজিন্যাল ভার্সনটা
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।