আমাদের কথা খুঁজে নিন

   

সিঁথি ও আনানের গান

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। ... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।
সিঁথি গতকাল ৫টা সিডি কিনেছিলাম। এর মধ্যে একটা ভিডিও সিডিও ছিল।

বর্তমান প্রজন্মের গায়কদের মধ্যে তপু আর কনা হলো আমার মোস্ট ফ্যাভারিট সিঙ্গার্স। সিডির দোকানে গিয়ে খুঁজি এঁদের সবশেষ রিলিজ্‌ড সিডি বের হয়েছে কিনা। দোকানীর কাছে চাওয়ার পর ভিডিও সিডি দিলেন টপ চার্ট মিউজিক ভিডিও। এখানে কনার 'দশ মাস দশ দিন' গানটা আছে, যা আগে শুনি নি। কিনলাম।

বাসায় এসে হারিডলি স্ক্যান করলাম কী কী গান আছে। কনার গানটা নিঃসন্দেহে আমার মন কেড়েছে। কিন্তু সিঁথি নামক এ শিল্পীর গান আগে শুনেছি কিনা মনে পড়লো না। কিন্তু তাঁর 'অলস দুপুরে' গানটা প্রথম দেখায়ই আমার ভালো লেগে যায়, গান এবং তাঁর স্বতঃস্ফূর্ত ও মিষ্টি অভিনয়। এটা আজ বেশ কয়েকবার দেখলাম।

সিঁথির আরেকটা গান আছে আনানের সাথে- 'কল্পনা'। সেটা আরও ভালো লাগলো। গান গুলো শুনছিলাম। পারভেজের 'যাবি যদি'ও মনোমুগ্ধকর একটা গান, বারবার শুনতে মন চায়। সিঁথির গানের দুটি শর্ট ক্লিপ দেখুন নিচে : কল্পনা অলস দুপুরে লম্বা ক্লিপ পেতে চাইলে এগুলো : অলস দুপুরে - সম্পূর্ণ ভিডিও এটা ডাউনলোড করতে ৩৮ মিনিট সময় লাগবে কিন্তু 'অলস দুপুরে' ও 'কল্পনা'র রিমিক্স - ডাউনলোড করতে ৩০ মিনিটের মতো লাগবে নিচে গানের সিকোয়েন্স থেকে সিঁথির কয়েকটা ছবি দেখুন।

শুভ ব্লগিং। কল্পনা কল্পনা অলস দুপুরে অলস দুপুরে অলস দুপুরে অলস দুপুরে
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।