আমাদের কথা খুঁজে নিন

   

কারামুক্তির পর ফের গ্রেপ্তার সাঈদীর ছেলে

মঙ্গলবার বিকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান শামীম।
এর পরই কারাফটক থেকে তাকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
কী কারণে আবার তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।  
তবে গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তা জানান, শামীম সাঈদীর বিরুদ্ধে এর আগে হরতালে গাড়ি পোড়ানো ও ভাংচুরসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। এসব ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।


কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এর তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির জানান, মতিঝিল ও যাত্রাবাড়ি থানার ভাংচুরের দুটি মামলায় জামিন পাওয়ার পর মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় শামীমের জামিনের কাগজ-পত্র আসে কারা কর্তৃপক্ষের হাতে। বিকাল ৫টায় তাকে মুক্তি দেয়া হয়।
মুক্তির পরই কারাফটক থেকে ঢাকার গোয়েন্দা পুলিশ শামীমকে গ্রেপ্তার করে।
২৫ ফেব্রুয়ারি শামীম সাঈদীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকেই তিনি এই কারাগারে ছিলেন।

২২ মার্চ ঢাকায় পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে তাকে আবার সেখানেই ফিরিয়ে নেয়া হয়েছিলো।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।