যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
বাংলাদেশের শিশু আইন কবে প্রনীত হয়েছিল এবং আদৌ কোন আইন আছে কিনা জানা প্রয়োজন। বাংলা পিডিয়াতে গোলাম কিবরিয়া লিখিত একটা আর্টিকেল একমাত্র রিসোর্স অনলাইনে এ পর্যন্ত, হয়তো আরো থাকতে পারে। উক্ত আর্টিকেলের ভাস্য অনুযায়ী ১৬ বছর পর্যন্ত শিশুর বয়সসীমা। তবে এই বয়সের মধ্যে অনেকেই অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে, দেখা গেছে খুনের মত ঘটনাও ঘটাতে।
শিশু এইসব অপরাধীদের সাজাও হতে পারে, হয়তো হয়ও। শিশু আইনে নিশ্চয়ই এ সংক্রান্ত ধারা রয়েছে। সাজা কম হবার একটা বিধানও হয়তো আছে। কিন্তু এইসব শিশুদের কারামুক্তির পরে রিহ্যাভিলিটেশনের পদ্ধতি কি, আদৌ এমন কোন নীতি আছে কিনা - কারো জানা থাকলে একটু জানাবেন কি!
শিশু আইন বিষয়ক অভিজ্ঞ কোন ব্যক্তির খবর দিলেও চলবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।