লন্ডনে কমর উদ্দিনের জানাজাকারামুক্তির পর এই প্রথম জনসমক্ষে নির্বাক তারেক
ইস্ট লন্ডন মসজিদ থেকে: বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি কমর উদ্দিনের দ্বিতীয় নামাজে জানাজা হয়েছে বুধবার বাদ জোহর।
জানাজায় ব্রিটেনের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। দুপুর ১২টা থেকেই লোকজন জমায়েত হতে থাকেন ইস্ট লন্ডন মসজিদে।
মঙ্গলবার বিভিন্ন টিভি চ্যানেলে বুধবার ইস্ট লন্ডন মসজিদে কমর উদ্দিনের নামাজে জানাজার ঘোষণা প্রচার করা হয়। বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান জানাজায় আসছেন কি না সে খোঁজ নিতে থাকেন সাংবাদিকরা।
কিন্তু দলটির সিনিয়র নেতাদের কেউই তারেকের আসার বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছিলেন না।
এ ব্যাপারে সিনিয়র সহ-সভাপতি মিয়া মনিরুল আলম বাংলানিউজকে বলেন, ‘আমরা জানি না আদৌ তিনি আসবেন কি না। তবে বুধবার সকাল থেকেই কমিউনিটিতে খবর ছড়িয়ে পড়ে, জানাজায় তারেক আসছেন। এই খবরে স্থানীয় বাংলা মিডিয়ার সাংবাদিকরা দুপুর ১২টা থেকেই মসজিদে গিয়ে অবস্থান নেন।
ইস্ট লন্ডন মসজিদের দুপুর ১.১৫ মিনিটে জোহরের নামাজের আজান হওয়ার পর নামাজ শুরু করার আগে হঠাৎই মুসল্লিদের মধ্যে তারেক আসছেন বলে শুরু হয় গুঞ্জন।
ইমাম মাওলানা আব্দুল কাইয়ুম (জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর বেয়াই) দাঁড়িয়ে মাইকে সবাইকে কথা বলতে নিষেধ করে বলতে থাকেন: ‘২/১ জন অতিথি আসছেন, আমাদের ভলান্টিয়াররা তাদের নিয়ে আসবে, আপনার সবাই বসে পড়–ন, কেউ কোনও শব্দ করবেন না। ’
এরপরও বিএনপি নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও গুঞ্জন চলতে থাকলে মাওলানা কাইয়ুম কিছুটা উষ্মার সঙ্গে বলেন: ‘আপনার হট্টগোল বন্ধ না করলে আমি জানাজার নামাজ পড়াবো না। ’ মাইকে মাওলানা কাইয়ুমের কথাবার্তা চলাকালেই তারেক রহমান খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে জামাতের প্রথম সারিতে অবস্থান নেন। এ সময় তার সাথে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র ও ডেপুটি মেয়রসহ বিএনপি‘র ২/১ জন সিনিয়র নেতাকেও দেখা যায়। এরপর মৃদু গুঞ্জনের মধ্যেই ইমাম নামাজ শুরু করেন।
নামাজ শেষে জানাজার নামাজের আগে আবারও মাওলানা কাইয়ুম বিএনপি নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, ‘মসজিদ আল্লাহ্্র ঘর। এখানে রাজনৈতিক প্রটোকল গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক প্রটোকল মসজিদের বাইরে রেখে আসুন। ’
তারেক রহমানের নাম উল্লেখ না করে বিএনপি কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অতিথির নিরাপত্তা আপনাদের দিতে হবে না, আমাদের নিজস্ব ভলান্টিয়ার আছে তারাই দেবে। ’
জানাজা শুরুর আগে মরহুম কমর উদ্দিনের ভাই উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতায় মরহুমের জন্যে সবার দোয়া কামনা করে বলেন, ‘গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় মরহুম কমর উদ্দিন ছিলেন একজন আপোসহীন সৈনিক।
বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি আজীবন কাজ করে গেছেন। ’
কমর উদ্দিনের ভাইয়ের বক্তব্যের পর অনেকেই আশা করেছিলেন, তারেক হয়তো কিছু বলবেন। কিন্তু জানাজা শেষ হওয়ার সাথে সাথে মসজিদের পেছন-দরজা দিয়ে কিভাবে যেন তিনি বেরিয়ে গেছেন তা অনেকেরই আর নজরে পড়েনি। ’
জানাজায় লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মাহবুবুল আলমও অংশ নেন।
এর আগে মঙ্গলবার মিডল্যান্ডের এডউইন অ্যান্ড হ্যারিস ফিউনারেল সার্ভিস থেকে মরহুম কমর উদ্দিনের মরদেহ বার্মিংহাম কভেন্ট্রি রোড জামে মসজিদে আনা হয়।
সেখানে বাদ আছর প্রথম নামাজে জানাজা শেষে তার মরদেহ মঙ্গলবার রাতেই লন্ডন নিয়ে আসা হয়। রাতে মরদেহ লন্ডন হাজি তাসলিম ফিউনারেল সার্ভিসে রাখা হয়। হুপিটস এডউইন ফিউনারেল সার্ভিসে থাকাকালে কমর উদ্দিনের মরদেহ দেখতে গিয়েছিলেন তারেক রহমান। সেখান থেকে লন্ডনে এসে কমর উদ্দিনের বাসভবনে গিয়েও তিনি মরহুমের পরিবার পরিজনদের সান্ত¡Íনা দেন। কিন্তু ইস্ট লন্ডন মসজিদে নামাজে জানাজায় অংশগ্রহণ করলেও কারো সাথে কোনও কথা বলেননি তারেক।
জানাজা শেষেই দ্রুত মসজিদ এলাকা ত্যাগ করেন তিনি।
এদিকে, বৃহস্পতিবার ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়ছে কমর উদ্দিনের মরদেহ। মরদেহের সাথে যাচ্ছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিয়া মনিরুল আলম। শুক্রবার মরদেহ ঢাকা পৌঁছলে সেখানে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ঐদিনই সিলেটে নিয়ে যাওয়া হবে তার মরদেহ।
সেখানে হবে চতুর্থ জানাজা। এরপর সিলেটের বিয়ানীবাজারে গ্রামের বাড়িতে হবে ৫ম জানাজা। এরপর সেখানেই পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে। একথা জানিয়েছে স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।