জান্লা খোলা দেখে থমকে দাঁড়ালো দুষ্টু হাওয়ায় ওড়া এলোমেলো সুর
আমার কানে কিছু বলতে এলো সেই হাতছানি তার অজানায় বহুদূর
শাওন মেঘের দেয়া বৃষ্টি যেখানে পড়ে ভেজা সেই মাঠে গান গাওয়া
টুকরো সুখের দেয়া একটু আদর ছুঁয়ে অভিমান জলে ভেসে যাওয়া
বলতে না পারা কথা বলে গেল সেই সুর বলতে না পারা কথা বলে গেল সেই সুর
ভাসলো আকাশ অজানায় বহুদূর
জানলা খোলা দেখে থমকে দাঁড়ালো দুষ্টু হাওয়ায় পোড়া এলোমেলো সুর
তোমার আমার কাছে সুর আসে মাঝেমাঝে ফিরে আসে সেই চেনা হাওয়া
বলে যায় আজও জেনো কিছুটা সময় আছে পড়ে আছে কত চাওয়া পাওয়া
যতদিন পারো তুমি বুকে টেনো এই সুর যতদিন পারো তুমি বুকে টেনো এই সুর
ডাকবে আকাশ অজানায় বহুদূর
জান্লা খোলা দেখে থমকে দাঁড়ালো দুষ্টু হাওয়ায় ওড়া এলোমেলো সুর
আমার কানে কিছু বলতে এলো সেই হাতছানি তার অজানায় বহুদূর
ডাউনলোড লিংক
View this link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।