জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ ছাত্রলীগ এবং কিছু কথা...
বাংলাদেশ ছাত্রলীগ, একটি নাম, একটি বিস্ময়। যার রয়েছে বর্ণাঢ্য অতীত, রয়েছে ইতিহাস। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম ছাত্র সংগঠন এই ছাত্রলীগ। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষা, শান্তি, প্রগতির ধারক ও বাহক ছাত্রলীগ নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে আজকের দিন পর্যন্ত এগিয়ে এসেছে। অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী এই ছাত্র সংগঠনটির মধ্য দিয়েই এদেশে অনেক গণতান্ত্রিক আন্দোলনের সূচনা।
এই সংগঠনের রয়েছে সুদীর্ঘ রাজনৈতিক আন্দোলনের ইতিহাস। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, যে আন্দোলন ইতিহাস হয়ে আছে গৌরবের উজ্জ্বল আলোতে। একুশে ফেব্রুয়ারি আজ বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা আমাদের দেশের জন্য অনেক গৌরবের বিষয়। '৬৬ সালের ৬ দফা, ছাত্র সমাজের ১১ দফা এরই ধারাবাহিকতায় ছাত্র রাজনীতির আলোর শিখায় আমাদের পথ দেখিয়ে নিয়ে এসেছে '৬৯-এর গণঅভু্যত্থানে। তার পর '৭০-এর নির্বাচন, আইয়ুব শাহীর পতন, অবশেষে ত্রিশ লাখ শহীদের রক্ত, দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে '৭১ সালের যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অবদান অনস্বীকার্য।
শুধু তাই নয়, ছাত্রলীগের প্রতিষ্ঠার পর থেকে ষাটের দশক পর্যন্ত যাঁরা ছাত্রলীগের নেতা ছিলেন তাঁরা প্রত্যেকেই আজ বাংলাদেশে ব্যক্তিগত জীবনে একেকজন রাজনৈতিক মহীরূহ। প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। স্বাধীনতা-পূর্ব ছাত্রলীগের রাজনীতির কথা মনে হলে গর্বে বুক ভরে যায়। ছাত্রলীগের মধ্য দিয়েই একদা অভিষেক ঘটেছিল শেখ ফজলুল হক মণি, শেখ কামাল, তোফায়ের আহমেদ, আ স ম রব, নূরে আলম সিদ্দিকী লিটন,সিরাজুল আলম খান, আব্দুল কুদ্দুছ মাখন, আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমু, শেখ জাহিদ হোসেন, সুলতান মোহাম্মদ মনসুর, মনির উদ্দীন আহমেদ প্রমুখ ঐন্দ্রজালিক দেশবরেণ্য নেতৃবৃন্দের। তাঁরা রাজনীতি করেছিলেন আদর্শের, রাজনীতি করেছিলেন মানুষের কল্যাণের।
তাঁদের স্বপ্ন ছিল শোষণহীন সমাজ প্রতিষ্ঠার, স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক দেশের। মহান মুক্তিযুদ্ধে তাঁদের অবদানের কথা এদেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে।
ইতিহাসের অনেকপথ পাড়ি দিয়ে আজ ছাত্রলীগের অবস্থান কোথায়? পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল। বিগত ২০০১-এর খালেদা-নিজামীর জোট শাসনের নির্মম নির্যাতনে নিস্পেষিত হয়ে মানুষ তাদের শেষ আশ্রয়স্থল হিসেবে ২৯ ডিসেম্বর ২০০৮ মহাজোট সরকারকে বিজয়ী করেন। কিন্তু নির্বাচনের পর পরই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন (পরে সহযোগী সংগঠন) ছাত্রলীগ, জোট আমলের সৃষ্ট তারেক রহমানের আশীর্বাদপুষ্ট ছাত্রদল এবং ঘাতক দালাল জামায়াতের শিবির বাহিনীর মতো বেপরোয়া হয়ে ওঠেনি।
বরং জননেত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে ছাত্রলীগ যে সহনশীলতার পরিচয় দিয়েছে, তা ইতিহাসে বিরল।
২৯ ডিসেম্বর ২০০৮ নির্বাচনের পর ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি দেখেছিলাম হাজার হাজার ছাত্রছাত্রীর ঢল। যে কুয়েটে জামাত প্রশাসন, শিবিরের বিচরন, ছাত্রদলের সন্ত্রাসীদের আনাগোনা ছিল, ছাত্রলীগের নাম পর্যন্ত নেয়া যেত না, প্রগতিশীল ছাত্র রাজনীতি ছিল নিষিদ্ধ, সে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সাধারণ ছাত্রছাত্রীর উপস্থিতি দেখে ভয় পেয়ে গিয়েছিল মৌলবাদী সংগঠনগুলো। কারণ শুধু একটাই ছাত্রলীগের আচরণ, ছাত্রলীগের চরিত্র। সাধারণ ছাত্রছাত্রীরা ছাত্রলীগের প্রতি আস্থা রাখতে পেরেছিল।
হ্যা, এটা সত্য যে, কিছু কর্মকান্ডে ছাত্রলীগ একটু হলেও সুনাম খুইয়েছে। এর জন্য মুলত জামাত শিবির এবং ছাত্রদলের সন্ত্রাসীদের ছাত্রলীগে অনুপ্রবেশ ই দায়ী। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যারা রাজনীতি করে, কোন অসত কাজ তাদের দ্বারা সম্ভব নয়। বাংলাদেশ আওয়ামীলীগ , ছাত্রলীগ এবং অন্যান্য সহযোগী সংগঠন এর প্রমান আগেই দিয়েছে। জাতি তার সাক্ষ্য বহন করছে।
তারপরেও যুগোপযুগী কারনে প্রয়োজন কিছু সংস্কারের। বছরের পর বছর কমিটি না হওয়া, বিবাহিত, অছাত্র, সন্ত্রাসী, মাদকাসক্ত, বয়স্ক নেতৃবৃন্দের বিশেষ করে যারা জামাত শিবির মনোভাব বহন করে তাদের বিদায় দরকার।
মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ভিশন ২০২১ পূরণের লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পক্ষে কাজ করে যাচ্ছেন। কিন্তু মাননীয় নেত্রী ডিজিটাল দেশ গড়ার জন্য ডিজিটাল মানুষের প্রয়োজন, ডিজিটাল কর্মীর প্রয়োজন। তাই অবিলম্বে ছাত্রলীগের জন্য কিছু ডিজিটাল সিদ্ধান্ত নেয়া প্রয়োজন।
সর্ব প্রথম কেন্দ্র থেকে শুরু করে সারা দেশের প্রতিটি থানা থেকে রিপোর্ট সংগ্রহ করা দরকার। কারা ছাত্রলীগ নামধারী কিন্তু অন্য দলের দালাল , সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডার ও ছিনতাইয়ের সাথে জড়িত। গোয়েন্দা মাধ্যমের কাছ থেকে তথ্য সংগ্রহ করে নিরপেক্ষ ছাত্র প্রতিনিধিদের দিয়ে তদন্তের মাধ্যমে তাদেরকে কেন্দ্রীয়ভাবে দল থেকে অব্যাহতি দেয়া হোক।
ছাত্রলীগের জন্য একটি যুগোপযোগী কার্যকর গঠনতন্ত্র দরকার। যাতে কোন অছাত্র, ব্যবসায়ী, সন্ত্রাসী, বয়স্ক, মাদকাসক্ত, শিক্ষা জীবনে বার বার ইয়ার লস দেয়া আদু ভাই নেতৃত্বে আসতে না পারে।
দরকার সারা বাংলাদেশের ছাত্রলীগের কার্যক্রম মনিটরিং করার জন্য একটি শক্তিশালী মনিটরিং সেল। যে সেলের দেখভালের জন্যে সাহায্য নেয়া যেতে পারে সাবেক পরিচ্ছন্ন সৎ ও চৌকস ছাত্রলীগের নেতৃবৃন্দের। তবে এটিও মনে রাখা দরকার মনিটরিংয়ের নামে যেন কোন একক ব্যক্তির হাতে ছাত্রলীগের দায়িত্ব তুলে না দেয়া হয়। কারণ বিগত সময়েও, কে কমিশনের বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ রয়েছে। প্রতিটি ওয়ার্ড, থানা, জেলা থেকে ছাত্রলীগের সকল নেতাকর্মীর তথ্য সংগ্রহ করে যেন কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষণ করা হয়।
কম্পিউটারের বাটন টিপলেই যেন সকল তথ্য সামনে চলে আসে। নির্দিষ্ট সময়ে যেন গণতান্ত্রিক নিয়মে দলের কাউন্সিল অনুষ্ঠিত হয়।
আমাদের এখনই সতর্ক হওয়া উচিত। আমাদের দুর্বলতার সুযোগ যেন কোন মৌলবাদী সংগঠন নিতে না পারে। আমাদের অমনোযোগিতার কারণে দেশের আর কোন তরুণ যেন বিপথগামী না হয়, দীক্ষা না নেয় জঙ্গীবাদের, মৌলবাদের।
অথচ আমাদের যা আছে তা তাদের নেই। আমাদের আদর্শ রয়েছে মুক্তিযুদ্ধের বরপুত্র স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাঁর আদর্শ এখনও তরুণদের অনুপ্রাণিত করে। যার জ্বালাময়ী বক্তব্য তরুণ হৃদয়ের তন্ত্রীতে অনুরণন তোলে দেশপ্রেমের। যাঁর বক্তব্যে হ্যামিলনের সেই বংশীবাদকের মতো এখনও বাংলার হাজার হাজার ছাত্র সমাজ এসে দাঁড়ায় ছাত্রলীগের পতাকাতলে, জয় বাংলা ডাকে। কিছু উচ্ছৃঙ্খল মানুষের জন্য গৌরবের সংগঠনটি নষ্ট হয়ে যাবে, তা তো হতে পারে না।
প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সাংগঠনিক সভানেত্রী শেখ হাসিনা উপরোক্ত পদক্ষেপগুলো নিয়ে জঞ্জাল পরিষ্কার করে দিয়ে একটি ডিজিটাল ছাত্রলীগ বিনির্মাণ করে দিয়ে যেতে পারলে ছাত্রলীগের ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা স্বপ্ন দেখি, আমরা আশা রাখি, সকল সমস্যার সমাধান ঘটিয়ে আপন আলোয় উজ্জ্বল হয়ে উঠবে ছাত্রলীগ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবি হোক।
ফারহান মো্ঃ মুজাহিদুল ইসলাম আলিফ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।