আমাদের কথা খুঁজে নিন

   

দেবু’র ঈদ,গরীবের ঈদ।সাইফ ভূঁইয়া



এক। মন ভরে না ধানমন্ডি, গুলশান, বসুন্ধরা সেন্টার এ আজ সিংগাপুর, তো কাল ছুটি হংকং-এ। জামাইটি আমার আস্ত হাঁদারাম তাকে দেখলেই দোকানিরা হাঁকায় চড়া দাম! আমায় দেখলে মিঁও মিঁও হাসে স্মার্ট সেলসম্যান্ 'আপা’খরিদ দামে দিচ্ছি এটা জেনে নেন! শাড়ি, জুয়েলারি, হীরের নেকলেস্ পারফিউম আর বডি শ’পে ঢুকে উনি সেন্সলেস্ ! দুই। ঘুরে ঘুরে বঙ্গ বাজার,পীর ইয়েমেনী হাঁক ডাকে মোরা একটুও ভড়কা-ই নি! বলেছি দাদা, 'আবোল তাবোল দামে দেবু পটে নাই কেনা দামের চেয়ে ৫০ বেশি হলে অন্য দোকানে যাই।' শাড়ি, চুড়ি 'টাইটানিক', জামা মোসাক্কলি সাইজে একটু ছোট হয়েছে তোকে-ই বলি। এরপরেও সেমাই,চিনি! অল্প বাজেটে কত কী কিনি? তিন। এখানে ওখানে যাকাতের শাড়ি খুজে পেতে মরি ঈদ আসে ঈদ যায় কি হবে চিন্তা ক’রি! পেটে নেই দানা-পানি রোজ রাখি রোযা গরীব হয়ে জন্মেছি হয়েছি সবার বোঝা। ফেতরা,যাকাত ওরা যদি দিত ঠিক মতো আমাদের ঈদ তোমাদের ঈদের মতই হতো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।