আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রাম, মাদারীপুর, শরীয়তপুর ও পটুয়াখালীর প্রায় ১ লাখ মানুষ ঈদ পালন করছে আজ

চাই সুন্দর ভাবে বাঁচতে...তাই চাই একটি সুন্দর পৃথিবী......

মাদারীপুর জেলার প্রায় ৫০ হাজার মানুষ আজ ঈদ পালন করছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছর রোজা ও ঈদ উৎসব পালন করে এই জেলার অনেক মানুষ। সেই অনুযায়ী মাদারীপুর সদর উপজেলার ও কালকিনি উপজেলার বেশ কয়েকটি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ আজ ঈদ পালন করছে। এদিকে, দক্ষিন চট্টগ্রামে চন্দনায় শাহ সূফী মমতাজিয়া দরবার শরিফের অনুসারিরা আজ ঈদ পালন করছে। দক্ষিন চট্টগ্রামের ৩৭ টি গ্রামে এই উৎসব পালিত হচ্ছে।

ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ১০ টায় শাহ সূফী মমতাজিয়া প্রাঙ্গনে। এদিকে, সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা শরীয়তপুরের ১৪টি গ্রামে আজ ঈদ উদ্‌যাপন করছে। তারা ১১ আগস্ট থেকে রোযা পালন শুরু করে। ২৯টি রোযা শেষে এ ঈদ উদ্‌যাপন করছে সেখানকার লোকজন। সুরেশ্বর দরবার শরীফ ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুরের ভেদরগঞ্জ ও নড়িয়া উপজেলার ১৪টি গ্রামের প্রায় দশ হাজার মানুষ আজ ঈদু উদ্‌যাপন করছে।

এছাড়া, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার প্রায় ১০ হাজার মানুষ আজ ঈদ উদযাপন করছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.