আমাদের কথা খুঁজে নিন

   

জেএসসি পরীক্ষা ৪ নভেম্বর শুরু



অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষা ৪ নভেম্বর শুরু হবে। প্রথমবারের মতো সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠেয় এ পরীক্ষায় অংশ নেবে ১৫ লাখ ২০ হাজার ৭৩১ জন ছাত্রছাত্রী। গত বছর পঞ্চম শ্রেণীতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হয়। এটি অব্যাহত রাখার পাশাপাশি এ বছর অষ্টম শ্রেণীতে এসএসসির আদলে চালু হচ্ছে জেএসসি পরীক্ষা। জানা যায়, আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি পরীক্ষার্থী ১২ লাখ ৪৮ হাজার ৭৮ জন।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় অংশ নেবে দুই লাখ ৭২ হাজার ৬৫৩ জন ছাত্রছাত্রী। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পরীক্ষা সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন। এ সময় তিনি জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষার ফল প্রকাশ হবে। শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগের পাশাপাশি জেএসসি পরীক্ষাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্ত্রী জানান। সংবাদ সম্মেলনে শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন জানান, জেএসসি পরীক্ষার নীতিমালা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সেখান থেকে যে কেউ পরীক্ষাসংক্রান্ত প্রশ্নের জবাব পেতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠান ছুটি প্রসঙ্গে: সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ ২২ আগস্ট থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকার কথা ছিল। কিন্তু ১৪ আগস্ট থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় ছয় কর্মদিবস বেশি বন্ধ থাকল। শিক্ষার্থীদের এই ক্ষতি পুষিয়ে দেওয়ার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় অতিরিক্ত ছয় দিনের ছুটি সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রী জানান, প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি তিন দিন থেকে কমিয়ে এক দিন এবং এবারের বার্ষিক পরীক্ষা ২৪ নভেম্বরের পরিবর্তে ২৯ নভেম্বর থেকে শুরু করা হবে। এই ছয় কর্মদিবস সাশ্রয় করায় শিক্ষার্থীরা উপকৃত হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। জেএসসির রুটিন: পরীক্ষার সময় সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেলের পরীক্ষার সময় দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। ৪ নভেম্বর সকালে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, বিকেলে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ৭ নভেম্বর সকালে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র, বিকেলে ইংরেজি (আবশ্যিক দ্বিতীয় পত্র), ৮ নভেম্বর বিকেলে সামাজিক বিজ্ঞান, ৯ নভেম্বর বিকেলে সাধারণ বিজ্ঞান, ১০ নভেম্বর সকালে ইসলাম শিক্ষা/হিন্দু ধর্মশিক্ষা/খ্রিষ্ট ধর্মশিক্ষা/বৌদ্ধ ধর্মশিক্ষা, ১১ নভেম্বর সকালে গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়)/কৃষিশিক্ষা (তত্ত্বীয়) এবং ১৪ নভেম্বর সকালে গণিত (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেডিসি পরীক্ষার রুটিন: প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা হবে।

৪ নভেম্বর বাংলা সাহিত্য, ৬ নভেম্বর ইংরেজি, ৭ নভেম্বর আরবি প্রথম পত্র, ৮ নভেম্বর আরবি দ্বিতীয় পত্র, ৯ নভেম্বর কোরআন মাজিদ ও তাজবিদ, ১০ নভেম্বর আত্তাওহিদ ওয়াল ফিক্হ, ১১ নভেম্বর সাধারণ বিজ্ঞান, ১৩ নভেম্বর সাধারণ গণিত, ১৪ নভেম্বর সামাজিক বিজ্ঞান এবং ১৫ নভেম্বর কৃষিশিক্ষা/গার্হস্থ্য অর্থনীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.