আপনি কি মাত্র গ্র্যাজুয়েশন করেছেন? সামনেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন? আর ভাবছেন, বিদেশে চাকরী কীভাবে পাবেন দেশি ডিগ্রী দিয়ে?
আপনার জন্যই সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান নিয়ে এলো আন্তর্জাতিক জবসাইট জ্যাঞ্জ.কম!
সাধারণত, এখানে রেজিস্ট্রেশন করতে টাকা লাগে। তবে বাংলাদেশি ইয়ং ট্যালেন্ট হিসাবে রেজিস্ট্রেশন করে একটি প্রোমো কোড দিলে একদম বিনা পয়সায় আপনার বিশ্ব হাতের গোড়ায়! তবে আর দেরি কেন? এক্ষুনি রেজিস্ট্রেশন করে হাতের মুঠোয় নিন আন্তর্জাতিক চাকরীর বাজার।
যেভাবে রেজিস্ট্রেশন করবেন : -
১। আপনার ব্রাউজারের অ্যাড্রেস বার-এ লিখুন http://www.janzz.com
২। এরপর সাইটের উপরের ডানদিকে Join Now! –তে Young talent হিসাবে রেজিস্ট্রেশন করুন
৩।
আপনার প্রদত্ত ইমেইল ঠিকানায় একটি ভেরিফিকেশন লিঙ্ক যাবে। এই লিংক-এ ক্লিক করে আপনি আপনার প্রোফাইল ভেরিফাই করে নিতে পারেন।
৪। প্রোমোকোড হিসাবে ব্যবহার করুন BANGP-AMB-ARA-PRIV
৫। আর প্রোফাইল সম্পন্ন করে উপভোগ করুন জ্যাঞ্জ.কম –এর মত একটি দারুণ আন্তর্জাতিক সোশ্যাল জব সার্চ সাইট।
জ্যাঞ্জ.কম –এর ব্যাপারে কোন প্রশ্ন থাকলে তাদের ফেইসবুক পাতা -তে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন ও যে কোন প্রশ্ন থাকলে করুন!
"জনস্বার্থে রিপোস্ট"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।