Khan IT Source
চোখ বুজেই নগ্ন করি তাঁকে
ঈর্ষায় ব্যাথিত হয়ে
ন্যুব্জে পড়ি শীতল গ্রীবায়
নিমিষেই অসতর্ক হয়ে যাই
নিকষ চোখের কাজল
বক্ষে নেমে পরে তাঁর, করুণায়
আমার অতৈন্দ্রিকতার সংসার
অথবা টেলিপ্যাথিত দুখ-সুখ
নিয়ে---
তৈলাক্ত ক্যানভাসে উঁকি আঁকি
আঁকা হয়;
অদ্ভুতুড়ে সব অচেনা মুখ,
তারপর সৃষ্টিকর্তা কি ভাবতেই
অলৌক মনের খড়-কুটো পোড়ায়
অবজ্ঞার চোখে বিশ্বাস এখনো
কাকতালীয় স্বপ্ন দেখায়
ফিরে আসে পরাবৃত্ত স্বপ্ন অবনী
রোগাক্রান্ত হয়ে'
মৃত্যুর সোঁদা গন্ধ পেয়ে
স্বত্তার ভেতর খনন করে পায়
টেলিকিনসিস অথবা সাইকোমেট্রি
যেনো;
কিছু না ছুয়ে ছুই, না জেনেই জানি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।