নায়ক সঙ্কটে ঢাকাই সিনেমায় তখন চলছিল দারুণ খরা। অনেক খোঁজাখুঁজি করেও মানসম্পন্ন নায়ক খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমন সময় হঠাৎ বৃষ্টির মতো তারুণ্যের দীপ্তি আর অঙ্গীকার নিয়ে আবির্ভূত হলেন মেধাবী, পরিশ্রমী ও সুদর্শন নায়ক সালমান শাহ। স্বস্তির নিঃশ্বাস নিলো ঢালিউড। তবে বেশিদিন স্থায়ী হলো না সে স্বস্তি| অল্প দিনেই হারিয়ে গেলেন তিনি।
অপূরণীয় ক্ষতি হলো বাংলাদেশের চলচ্চিত্রের। তার মতো একজন নায়কের অভাব এখনো অনুভূত হয়। খুব মনোযোগ দিয়ে তিনি কাজ করতেন। চরিত্রের সঙ্গে তিনি এমনভাবে মিশে যেতে পারতেন, কখনও মনেই হতো না যে অভিনয় করছেন। এভাবে মনপ্রাণ দিয়ে কাজ করতেন বলেই দর্শকের কাছে তার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী| আজ এই চিত্রনায়কের ১৪তম মৃত্যুবার্ষিকী।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তারুণ্যের প্রতীক এই নায়ক অপরিণত বয়সে রূপালি পর্দাকে বিদায় জানিয়ে চলে যান না ফেরার দেশে। জীবনের চিরন্তন পরিণতি মৃত্যু। তবুও অপরিণত ও অনাকাঙ্ক্ষিত কোনো মৃত্যুকে মেনে নেয়া যায় না। স্ত্রী সামিরার সঙ্গে সম্পর্কের জটিলতায় বিভ্রান্ত হয়ে আত্মহননের পথ বেছে নেন সালমান।
যার হাত দিয়ে ১৯৯৩ সালে “কেয়ামত থেকে কেয়ামত” ছবির মাধ্যমে অভিনেতা সালমানের বাংলা ছবিতে প্রবেশ, সেই পরিচালক সোহানুর রহমান সোহানের মন্তব্য- তার (সালমান) মৃত্যুর পর বাংলা সিনেমার সেই শূন্যস্থান আজও পূরণ হয়নি।
নতুন নায়ক-নায়িকা সালমান ও মৌসুমিকে নিয়ে সোহানুর রহমান সোহান নির্মাণ করলেন হিন্দি ছবি “কেয়ামত সে কেয়ামত তাক” এর বাংলা রূপান্তর “কেয়ামত থেকে কেয়ামত”। বক্স-অফিসে সুপার-ডুপার হিট হলো সিনেমাটি এবং আধুনিক বাংলা সিনেমার প্রথম সুপারস্টার হলেন সালমান শাহ। এ ছবির কারণে নতুন করে হলমুখী হলো দর্শক।
রাজ্জাক-কবরী জুটির পর সবচেয়ে জনপ্রিয় জুটি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করলেন সালমান-মৌসুমী। নিজ প্রতিভার গুণে এই নায়ক ক্রমেই দর্শক-পরিচালক-প্রযোজক-প্রদর্শকদের তথা বক্স-অফিসের এক নিশ্চিত গ্যারান্টি হয়ে উঠলেন।
এরপর একে একে অন্তরে অন্তরে, তুমি আমার, সত্যের মৃত্যু নেই, দেন মোহর, স্বপ্নের ঠিকানা, সুজন সখী, বিক্ষোভ, স্নেহ, বিচার হবে, তোমাকে চাই, কন্যা দান, স্বপ্নের পৃথিবী, আমার ভালবাসাসহ আরো ১৮টি ছবি উপহার দেন সালমান।
অভিনয় দক্ষতা, আন্তরিকতা আর মনোমুগ্ধকর পারফরমেন্সের মাধ্যমে অচিরেই তরুণ প্রজন্মের হার্টথ্রব হয়ে উঠেন নন্দিত নায়ক সালমান শাহ। নির্মাণাধীন ২০টি ছবির কাজ অসমাপ্ত রেখেই পৃথিবী ছেড়ে চিরকালের বিদায় নেন তিনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।