সেপ্টেম্বরের ২৩-২৪ তারিখ অনুষ্ঠিতব্য সিএসই কার্নিভাল নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে নানা জল্পনা কল্পনা। মাসখানেক আগে থেকেই বাংলার উজ্জ্বলতম সংগীতপ্রতিভা ইভা বাংলা মানে এটিএন বাংলা খ্যাত ইভা রহমানের আগমনের সংবাদে শাবি ছাত্রসমাজে বিশাল উত্তেজনা দেখা গিয়েছে। ইভা রহমান ছাড়া আর কে কে পারফর্ম করতে যাচ্ছে এই কার্নিভালে তা নিয়ে ইতোমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে বিতর্কের জন্ম নিয়েছে। এদিকে শোনা যাচ্ছে, ইভা রহমানের খবরের পর থেকেই ছাত্রীমহলের পাত্তা কমে যাওয়ায় তারা জোরেশোরেই রুপবান হারবাল ব্যবহার শুরু করে দিয়েছে। অবশ্য তাদের এই ইনভেস্টমেন্ট বৃথা যাবেনা।
এসে গেছে বাংলার প্রান তগবগে তরুণী... থুক্কু তরুণ শাকিব খান। যারা এখনও খবরটি অবিশ্বাসের সাথে চোখ বড় বড় করে পড়ছেন, তাদের বলছি, স্বপ্ন নয় সত্যিই! এবার সকলের মনকামনা পূরণ করে কার্নিভালে আসছেন সাকিব খান। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গিয়েছে, এবার তিনি তার ফ্যানদের জন্য নতুন একটি চমকের আয়োজন করেছেন। এজন্য তিনি গত প্রায় এক সপ্তাহ ধরে নৃত্যশিল্পী শিবলীর কাছ থেকে প্রশিক্ষন নিচ্ছেন। গত বুধবার ঢাকার নিউমার্কেট সন্নিকটস্থ বলাকা সিনেমা হলের সামনে অবস্থিত "ফুটপাথ শপিং মল" থেকে কুখ্যাত ফ্যাশান ডিজাইনার 'জুলেখা'র এবারের "সুহানা" নামের বাহারি কাপড় কেনার সময় বেরিয়ে আসে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য।
আমাদের অর্জুনতলার রিপোর্টারকে তিনি তার নব্য ক্রয়কৃত পোশাকটি কার্নিভালে পরার কথা জানান। এ ঘটনার পর দোকানটির বিক্রয়ের পরিমান আশ্চর্যজনকভাবে বেড়ে গেছে বলে দোকানটির মালিক মফিজ জানান। শীঘ্রই এ ধরনের আরও কিছু পোশাক বাজারে আসবে বলে আশ্বাস দিয়েছেন ডিজাইনার জুলেখা। উল্লেখ্য, শাকিব খান ছাড়াও কার্নিভালে আরো আসছেন কোকিলকণ্ঠী ইভা রহমান, বাংলার গোলা মমতাজ, লাখো তরুণের মনের একমাত্র সুন্দরী হৃদয় খান এবং 'ও প্রিয়া' আসিফ। রুপবান হারবালের প্রমোশন এর জন্য সংগীতপ্রতিভা মিলা আসছেন বলেও গুজব উঠেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।