আমাদের কথা খুঁজে নিন

   

বিগত নির্বাচনগুলো যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কেন অন্য নীতি? বিরোধীদলের নিকট প্রশ্ন রইল!

বেপোয়া মানুষ

বর্তমান সংবিধানের আওতায় নির্ধারিত সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সংবিধানের বাইরে অন্য কোনো ব্যবস্থা গ্রহণযোগ্য হবে না। বর্তমান সরকারের আমলে জাতীয় সংসদের উপনির্বাচন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ ছয় হাজার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বহু ক্ষেত্রে বিরোধী দলের প্রার্থীরা জয়লাভ করেছেন। এটা প্রমাণ করে, আগামী জাতীয় সংসদ নির্বাচনও সাংবিধানিক সরকারের অধীনেই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি, স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ক্ষমতা বৃদ্ধি, কার্যকর মানবাধিকার কমিশন গঠন এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে উপজেলা পরিষদের হাতে ১৭টি মন্ত্রণালয়ভিত্তিক ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। বিগত নির্বাচনগুলো যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কেন অন্য নীতি? বিরোধীদলের নিকট প্রশ্ন রইল!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।