দেখে যা অনির্বান কি সুখে আছে প্রাণ...
র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক মোখলেসুর রহমান বলেছেন, মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কোনো কাজ র্যাব করবে না। যখন কোনো সন্ত্রাসী র্যাবের উপর হামলা চালায় তখনই র্যাব পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বন্দুকযুদ্ধে সন্ত্রাসীর মৃত্যু হয়। এটাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলা যায় না। বিচারবহির্ভূত
হত্যাকাণ্ড সম্পর্কে র্যাব সম্পূর্ণ সচেতন রয়েছে।
আজ রোববার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। র্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মতিউর রহমানসহ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসী ও চরমপন্থিদের দমন করতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। র্যাব দেশে ও বিদেশে অনেক সুনাম অর্জন করেছে। র্যাবের প্রত্যেক সদস্য র্যাবের রুলস অনুপাতে চলছে।
তারপরও কোনো সদস্য যদি অপরাধে জড়িয়ে পড়ে তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, জঙ্গিদের যারা মদদ দিয়েছে তাদের ব্যাপারে র্যাবের তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে প্রমাণিত হলে যে কাউকে গ্রেফতার করবে র্যাব। র্যাবের জন্য হেলিকপ্টার কেনা ও দুটি নতুন ব্যাটালিয়ন তৈরির পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে তিনি জানান। তিনি বলেন, ঈদ উপলক্ষে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সূত্র- শীর্ষ নিউজ ডটকম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।