আমাদের কথা খুঁজে নিন

   

আহারে অবিশ্বাস


আহারে অবিশ্বাস সরসিজ আলীম তোমাদেরকে বিশ্বাস করতে হবে বাতাসে লাফিয়ে প’ড়ে শরীরটাকে ভাসিয়ে রাখতে পারলে সতেজ সবুজ পাতা হয়ে উঠবে তুমি, তারপর গাছের ডালে গিয়ে বসতে হবে সবার অগোচরে, চার হাত-পা ছড়িয়ে দুলতে হবে বাতাসে, তারপর শুকনো পাতা হয়ে ঝরতে হবে, মাথাটা ঢুকিয়ে দিতে হবে জ্বলন্ত উনুনের ভেতর, তারপর ধোঁয়া ছড়িয়ে আকাশকে ঢেকে দিতে পারবে। সরিষার দানার সত্তর ভাগের এক ভাগ বিশ্বাস করতে পারলেও বৃক্ষদের উচ্চ ডালটির একজোড়া কচিপাতা হ’তে পারবে তুমি। জ্যামের রাস্তায় গাড়িতে ব’সে থাকা মায়ের গর্ভে ব’সে থাকতে থাকতে বিরক্ত হ’য়ে গর্ভ ছেড়ে বের হ’য়ে আসবে তুমি, আকাশ বাতাস প্রকম্পিত চিৎকারের মধ্যে তুমি ছোট্ট দুটি ডানার প্রজাপতি হ’য়ে উড়বে, অতি দ্রুতগতির ডানার পাখিদের ঠোঁটের নাগাল পেরিয়ে ঢুকে যাবে নিভু নিভু সূর্যের ভেতর, সূর্যটা ফের পৃথিবীর সমান বয়স পর্যন্ত জ্বলবার জ্বালানী ফিরে পাবে। মনের ভেতর খুবই অল্প পরিমান বিশ্বাস থাকলেও প্রজাপতিটির দ্রুতগতির দুটি ডানা তুমি পেতে পারো। তোমার বিশ্বাসের গুণেই কেবল একটা কুৎসিত মেয়ের মনের ছোট্ট একটি কোণায় ঠাই হ’তে পারে তোমার। তুমি বিশ্বাস করলেই কেবল এইসব ঘটনা ঘটতে থাকবে; নয়তো কোনভাবেই এই ঘটনা ঘটা অসম্ভব! ০৫.০৮.২০১০, ঢাকা।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।