আমাদের কথা খুঁজে নিন

   

দেশের সাধারণ জনগণকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে সরকারের যুগান্তকারী পদক্ষেপ। মাল্টিলেভেল কোম্পানির নামে প্রতারণা বন্ধে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কার্যক্রম (নিয়ন্ত্রণ)আইন-২০১৩'র চূড়ান্ত অনুমোদন।

বেপোয়া মানুষ
মাল্টিলেভেল কোম্পানির নামে প্রতারণা বন্ধে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কার্যক্রম (নিয়ন্ত্রণ)আইন-২০১৩'র চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনে নতুন করে কেউ এমএলএম কোম্পানি করতে চাইলে তাতে লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়েছে। একইসঙ্গে বিদ্যমান কোম্পানিগুলোকে আইনের আওতায় আগামী ৯০দিনের মধ্যে তাদের লাইসেন্স নিতে হবে। নতুন করে যদি কেউ লাইসেন্স ছাড়া এমএলএম ব্যবসায় আসে সেক্ষেত্রে ৫-১০ বছরের কারাদণ্ড অথবা ৫০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। পাশাপাশি বিদ্যমান এমএলএম কোম্পানিগুলো যদি লাইসেন্স না নিয়ে ব্যবসা চালিয়ে যায় তবে সংশ্লিষ্টরা ৬-১০ বছরের কারাদণ্ড অথবা ৫০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এই আইন করার ফলে সাধারণ জনগণ হয়তোবা প্রতারণা থেকে কিছুটা হলেও রেহাই পাবে। নিঃস্ব হয়ে আর ঘুরতে হবে না পথে পথে।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.