মামুন বিশ্বাস
বিশ্বে মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ মুসলমান। বর্তমানে পৃথিবীর জনসংখ্যা প্রায় ৬৮০ কোটি যার মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় ১৫৭ কোটি, অর্থাৎ বর্তমান বিশ্বে মোট জনসংখ্যার প্রায় ২৩ শতাংশ মুসলমান । মুসলমানদের মধ্যে প্রায় ২০ শতাংশ এশিয়া মহাদেশে বসবাস করে। ইন্দোনেশিয়ায় প্রায় ২০ কোটি ৩০ লাখ মুসলমান বাস করে যা বিশ্বে মোট মুসলমান জনসংখ্যার প্রায় ১৩%। পাকিস্তানে ১৭ কোটি ৪০ লাখ, ভারতে ১ কোটি ৬১ লাখ, বাংলাদেশে ১৪ কোটি ৫০ লাখ, এবং ইরান ও তুরস্কে ৭ কোটি ৪০ লাখ মুসলিম বসবাস করে ।
বিশ্বে মুসলমান জনসংখ্যা বৃদ্ধির হার ১.৮৪%। ২০১৬ তে সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা দাঁড়াবে ২০৩ কোটি ৪০ লাখ এবং খ্রিস্টানদের সংখ্যা দাঁড়াবে ২০৩ কোটি ৩০ লাখ ।
বিশ্বে মোট ভাষা ৭৩৫৮ বাংলাদেশে ভাষার সংখ্যা ৪২
বিশেষ করে চীন, ভারতসহ এশিয়া এবং আফ্রিকার গরিব দেশগুলোতেই সিংহভাগ লোকের বাস। জনসংখ্যা অনুপাতে এ দেশগুলোর পর্যাপ্ত সম্পদ নেই। এ দেশগুলোর জনসংখ্যা যতো বাড়বে এ বৈষম্য ততোই বাড়তে থাকবে।
বর্তমানে সম্পূর্ণ পৃথিবীর জনসংখ্যার মাত্র ২% মানুষ পৃথিবীর প্রায় অর্ধেক সম্পদের মালিক। প্রত্যেক দেশে কিংবা সমাজেও এ ধরনের সম্পদের বৈষম্য দেখা যায়। আমেরিকার ২০০১-এর ডেটা থেকে দেখা যায়, দেশটির ধনী মাত্র ১% মানুষ প্রায় ৩৮% সম্পদের মালিক। অন্য দিকে দেশটির সবচেয়ে নিম্ন আয়ের ৪০% মানুষ মিলিতভাবে দেশটির মাত্র ১% সম্পদের মালিক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।