https://sphotos-b.xx.fbcdn.net/hphotos-ash3/1044271_677079348975727_901576309_n.jpg
যে জলে সংসার গড়ে, শিকর ছেড়ে;
আপ্রাণ সাধনা তোমার, আঁকড়ে ধরার
সে জলের বাহু। অস্পর্শ বুকের অস্থির কম্পনে
যার সুখে দোলাও মাথা। কাঁপাও পাতা।
কলমি লতা, সে তোমার সুখ নয়। প্রেমও না।
স্রোতের সাথে বিনিময় হয়না।
যে জলে চাঁদের ছায়া, সেখানেই বসত তোমার।
সে জলই ধারণ করে আকাশের বিশালতা।
কলমি লতা, এটাই নিষ্ঠুর সত্য;
সে জলে অনাহূত তুমি। তোমার আহ্লাদের নৃত্য;
ম্লান হয়ে গেছে আজ।
বিষণ্ণ তুমি একা হয়ে গেছ।
অথচ, পাশে আছে প্রিয় জল। ছল-ছল অদৃশ্য তোমার চোখের পানে তাকাবার তাঁর নাই অবসর!
....(চলবে)
(c) শাহজাহান আহমেদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।