আমাদের কথা খুঁজে নিন

   

নগরে জায়গা নিয়েছে গ্রামের কলমি শাঁক...

যেমন কর্ম তেমন ফল। কলমি শাঁক। কচুরি পনা। পানির ঘাস। হাঁসের সাঁতার- এসবের দেখা মেলে গ্রাম বাংলার বিল-বাওড়ে।

নগর বাসীর জীবনে এসব দেখার সুযোগ নেই। গ্রাম-বাংলার লোভনীয় সে দৃশ্য বাসা বেঁধেছে খোদ রাজধানীতেই। এই নগরীর কিছু রাস্তা-ঘাট এমন হয়ে দাঁড়িয়েছে যে সেসব রাস্তা না খাল তা বোঝার উপায় নেই। কামরাঙ্গীর চরের বড়গ্রাম টেকেরহাটি থেকে আলী নগরের মাঝের দেড় কিলোমিটার সড়কে এক বছর যাবত হাঁটু সমান পানি। রাস্তার দু’ধারের প্রায় দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় দিনাতিপাত করছে।

এসব জলমগ্ন জমিতে এখন জায়গা নিয়েছে শাপলা শালুক, কলমি লতা ও পানির ঘাস। গ্রাম থেকে আস্তে আস্তে নগরে এসে নগরবাসীকে ওরা জানান দিচ্ছে- ‘আমরা অপাংতেয় থাকবো না’। নগরকর্তাদের নগরের প্রতি চরম অবহেলার বহিঃপ্রকাশ এসব চিত্র। এ বিষয়ে স্থানীয় সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম.এ রশিদ সরকার বলেন, এ এলাকায় রাস্তা-ঘাটের বেশ সমস্যা রয়েছে। সংস্কারের কাজ চলছে।

পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।