https://sphotos-b.xx.fbcdn.net/hphotos-ash3/1044271_677079348975727_901576309_n.jpg
(৩)
ক্লান্ত-পরিশ্রান্ত তুমার ঘুম ভাঙে।
সব জড়তা, অস্থিরতা শেষে;
সীমাহিন উল্লাসে। চোখ মেলে দেখ নিজেকে।
এক সন্ন্যাসী হাওয়া-কাফেলার দল এসে
স্পর্শ করে তোমার মাথায়। হাত বুলায়
নুয়ে পড়া বিবর্ণ পাতায়।
আকাশে সূর্য হাসে।
তোমার ঘরে আসে, রৌদ্র-দূত।
হাওয়া,রৌদ্র একসাথে বলে কথা;
কন্ঠে ধারণ করে, এক পৃথিবী নিরবতা।
ফিসফিসিয়ে বলে;
কেমন আছো, কলমি লতা!
(....চলবে। )
শাহজাহান আহমেদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।