আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীনফোন এর পি২ এবং পি৩ প্যাকেজের খন্ডকালীন ব্যবহারকারীরা সাবধান!!!



অনেক সময় জরুরী প্রয়োজনে অল্প সময়ের জন্য ইন্টারনেট ব্যবহারের প্রয়োজন হতে পারে। ধরে নেই আপনার গ্রামীন ফোনের একটি পোস্টপেইড সিম আছে। যেহেতু গ্রামীন ফোন ডেইলি ব্যাসিস এ পি২ এবং পি৩ এর বিলিং করে (পোস্ট পেইড এর ক্ষেত্রে) তাই হয়তো আপনি ভাবলেন আজ রাত ১২ টা থেকে কিছুক্ষনের জন্য পি২/পি৩ আক্টিভ করে নিয়ে জরুরী কাজটি সেরে ফেলি। সাবধান!!! হয়তো ম্যাসেজ পাঠালেন রাত ৮ টায়, কণর্ফামেশন পাবেন রাত ২- সকাল ৭ মধ্যে, কখনও আবার তারও পরে। ইতিমধ্যে কনফার্ম হতে না পেরে এবং কাজ করতে না পেরে মাথার অবশিষ্ট চুলগুলির আরও কয়েকটি হয়তো তুলে ফেলেছেন।

এতো গেল এক্টিভ করার কথা। এবার পরের রাত পর্যন্ত অপেক্ষা করে কাজ শেষ করলেন। ভাবলেন এবার সার্ভিস অফ করে দেই। আফসোস্‌ এখানেও শান্তি নেই!!! কাজ শেষ সার্ভিস অফ এর জন্য এস এম এস করলেন। আর তা অফ করা হবে পরের রাত ১২টার পর!!! এবার ভাবুন একরাতে আপনার খরচ হবার কথা ছিল ১১.৫০টাকা (পি৩এর ক্ষেত্রে) তা না হয়ে হবে ৩৪.৫০টাকা!!! ভাইরা ইহা বহুল পরীক্ষিত।

সুতরাং সাবধান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।