জনৈক দ্রোহীর ব্লগ
হঠাৎ করে একটা কবিতার বই খুললাম। কবিতাটা পড়লাম। ভালো লাগলো, তাই শেয়ার করলাম।
রাজার মন খারাপ, রাতে ঘুম নেই
কেউ কথা শুনছে না, পুলিশকে গুলি চালাতে বলা হয়েছে
পুলিশ বেছে বেছে গুলি করছে
আবার, হাঁটুর ব্যথাটাও বেড়েছে।
এমন দিনে রাজাম মন চাইছে শিকারে যাবেন।
বনে ঢোকার আগে রাজা মন্ত্রীকে জিজ্ঞেস করলেন;
'কি হে, আজ বৃষ্টি হবে?'
মন্ত্রী বললেন, 'না স্যার, আজ বৃষ্টি হবে না। '
বনে ঢুকে রাজা দেখলেন এক তুলোচাষী
গাধার পিঠে চড়ে গান গাইতে গাইতে চলেছে
রাজা বললেন চাষীকে 'কি হে আজ বৃষ্টি হবে?'
চাষী এক মিনিট চুপ, তারপর বললেন, 'হ্যাঁ স্যার আজ বৃষ্টি হবে। '
রাজা গভীর বনে পৌঁছতেই বৃষ্টি নামল, ভিজে কাক
বাড়ি ফিরে জ্বর, তিন দিন বাদে জ্বর থেকে উঠেই
মন্ত্রীকে তাড়ালেন, আর তার জায়গায় ডেকে এনে
বসালেন চাষীকে।
চাষী প্রেস কনফারেন্স করে, প্রচুর ফাইলে সই করে
রাজার কাছে এলো, রাজা বললেন, 'এসো, এসো, বসো
এবার বলো তো, কী করে সেদিন তুমি বললে বৃষ্টি হবে?'
গর্বিত চাষী বলল 'সে আর এমন কী কথা
আমি গাধার পিঠে চড়ে গান গাইতে গাইতে যাচ্ছিলাম
সেই গাধা আমাকে ফিসফিস করে বলল
'বল বৃষ্টি হবে, বল বৃষ্টি হবে, বল ...'
আর আমি আপনাকে বলে দিলাম 'বৃষ্টি হবে। '
গুজরাটে গুলি চলছে, রাজার মন খারাপ, পুরসভা হাতছাড়া
তবু চাষীকে তাড়ালেন
চাষীকে তাড়িয়ে চাষীর জায়গায়
চাষীর গাধাকে নিয়ে এসে বসালেন।
পুনশ্চ: সংবাদে প্রকাশ, এইভাবে ২০০২ সাল পর্যন্ত রাজার মন্ত্রিসভায় প্রায় ২০০ গর্দভ প্রবেশ করেছিল। তারা গুজরাটে আগুন নেভাতে পারেনি, কিন্তু রাজাকে বলেছিল, বৃষ্টি হবে। বৃষ্টি হবে। বৃষ্টি হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।