কয়েকদিন আগে দোতলা থেকে ফেলে দিয়ে এক ছাত্রকে মেরে ফেলার পর এবার মশিউর নামের ছাত্রের শরীরে পেরেক ঠুকেছে ছাত্রলীগের সোনার ছেলেরা। ছাত্রলীগের পরবর্তী নতুন আয়োজন দেখার জন্য এখন আমাদের অপেক্ষা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর এবং আমীর আলী হলের আবাসিক ছাত্র মশিউর তাঁর স্নাতকোত্তরের মৌখিক পরীক্ষা শেষ করে গত সোমবার সন্ধ্যায় সহপাঠীদের সঙ্গে ক্যাম্পাসে ইফতার করেন। ইফতার ও বন্ধুদের সঙ্গে আড্ডা শেষে রাত আটটার দিকে আমীর আলী হলে ফেরার পথে ছাত্রলীগের কর্মী ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তরের ছাত্র ফিরোজের নেতৃত্বে ১০-১২ জন পেছন থেকে এসে মশিউরের ওপর অতর্কিত হামলা চালান। ছাত্রলীগের কর্মীরা তাঁকে হাতুড়ি দিয়ে বেধড়ক পেটান।
একপর্যায়ে মশিউর মাটিতে পড়ে যান। এরপর তাঁরা মশিউরের পায়ে এবং হাতে হাতুড়ি দিয়ে একাধিক জায়গায় লোহার পেরেক মারেন। এ সময় মশিউরের চিৎকার শুনে ঘটনাস্থলের কাছেই বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটের কয়েকজন দোকানি এগিয়ে এলে ছাত্রলীগের কর্মীরা তাঁদের ওপরও হামলা চালান। এ সময় তাঁরা ওই মার্কেটের শতরূপা স্টুডিওর মালিক জামিল আহমেদকে মারধর করে তাঁর কাছ থেকে একটি মুঠোফোন কেড়ে নেয়।
এর আগে গত ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলে জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ খাবারের টোকেন নেওয়া নিয়ে ছাত্রলীগের কর্মীরা নাসরুল্লাহ নাসিম নামের সংগঠনের আরেক কর্মীকে মারধরের পর হলের দোতলা থেকে নিচে ফেলে দেন।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামের অনুসারী ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র নাসিম হাসপাতালে নয় দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত ২৩ আগস্ট মারা যান।
লিংক : Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।