আমাদের কথা খুঁজে নিন

   

জাবিতে ছাত্রলীগরে হামলায় ছাত্রদলরে দুইনেতা আহত, সহকারী প্রক্টর ও সাংবাদকি লাঞ্ছতি

লাজুক প্রকৃতির অসভ্য বালিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অতর্কিত হামলায় ছাত্রদলের দুইনেতা গুরুতর আহত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের ডেইরী গেটে এ ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগের দ্বারা সহকারী প্রক্টরসহ এক সাংবাদিক লাঞ্ছিত হয়েছে। সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রদলের দুই নেতা আবু বকর সাইদুজ্জামান ও মহিউদ্দিন মাহী ( রসায়ন বিভাগ ৩৩তম ব্যাচ) ঢাকা থেকে মাস্টার্স পরীক্ষার ভাইভা দিতে ক্যাম্পাসে আসে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভাইভা শেষে বেলা একটার দিকে প্রক্টরের গাড়ীতে করে সহকারী প্রক্টর কামাল হোসেনের সহযোগিতায় ক্যাম্পাসের বাইরে যাবার সময় ডেইরী গেটে গাড়ীর গতিরোধ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় সহকারী প্রক্টর কামাল হোসেনের উপস্থিতিতে মওলানা ভাসানী হলের ছাত্রলীগকর্মী আজগর ও জাকিরের নেতৃত্বে ৮/১০ জন গাড়ীর মধ্যে ওই ছাত্রদল নেতাদের ব্যাপক মারধর শুরু করে। এ সময় সহকারী প্রক্টর তাদেরকে ঠেকাতে গেলে তাকেও লাঞ্ছিত করে। এদিকে মারধরের ছবি তুলতে গেলে জাকিরের হাতে লাঞ্ছিত হয় সমকালের জাবি প্রতিনিধি সানাউল¬াহ সাকিব তনু এবং ছবি ডিলেট করার জন্য সে হুমকিও দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই ছাত্রদল নেতারা ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ন আহবায়ক জাকির হোসেন ও গালিব ইমতিয়াজ নাহিদ অবিলম্বে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচার দাবি করেন। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.