বার বার মনে পড়ে সোনালী সেই দিন গুলো...
সম্প্রতি বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক ব্যবহারে বোনাশ শিরোনামে যে বিজ্ঞাপন চিত্রটি টিভি চ্যানেলে ফলাও করে প্রচার করছে তা কি প্রচারনার উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে না নতুন প্রযন্মকে বেয়াদবি শেখানোর উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে তার আসল উদ্দেশ্য আমাদের মতো সাধারন মানুষের সহজে বোধগাম্য নয়। ২৫-৩০ বছরের একটি ছেলে কচি খন্দকারের মতো ষাটোর্ধ মুরব্বী টাইপের এক্টরের সাথে গায়ে ধাক্কা দিয়ে বলে ব্যবহারে বোনাস... এইটা কিছু হইল ?
আসলে বুঝতে পারছিনা দিনে দিনে এ্যড মেকারদের মাথায় কি গোবরের মাত্র বেড়ে যাচ্ছে কিনা ? আর কচি খন্দকারের মতো এত বয়সের একটা লোক কিভাবে এই বিজ্ঞাপনে কাজ করল ... হায়রে টাকা। টাকায় কি না হয়। আর এর কেউ প্রতিবাদ টুকু করছেনা।
কেউ কেউ বলতে পারেন আমি কেন অযথা বাংলালিংকের বিজ্ঞাপন নিয়ে প্যাচাল পারছি কারন গত কাল আমার এলাকায় স্কুল পড়ুয়া এক ছেলে এক মুরব্বীর গায়ে ধাক্কা লাগার পর মুরব্বীর ক্ষেপে যাওয়ার প্রতিউত্তরে বলল ব্যবহারে বোনাস আছে আংকেল ক্ষেপার কোন কারন নেই। মুরব্বী এর কোন জবাব খোজে না পেয়ে বিরবির করে কি যেন বলতে বলতে চলে গেল...
তখনই মনে হল এই বিজ্ঞাপন চিত্র দেখে পোলাপানরা না বেয়াদব হইয়া যায়...
তাই হল ...
এমনিতেই দেশে মূল্যবোধের যা অবক্ষয় শুরু হয়েছে তা রক্ষা করার কেউ নেই তার উপর মূল্যবোধ নষ্ট করে বেয়াদব বানানোর যাত্রা শুরু করল মেবাইল কোম্পানি বাংলালিংক।
বেয়াদবি বাদ দিয়ে পারলে শিক্ষনীয় কিছু দিন জনগনকে .....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।