আমাদের কথা খুঁজে নিন

   

ভুলোমনা পাখির সংসার/ ইলিয়াস কমল

আমি আমার পৃথিবীর রাজা

ভেবে নাও তোমাকে আমাকে শিশু- তবুও কিছু প্রশ্ন থেকে যায় রক্তের উৎসবে যেখানে সত্যবান মৃত জীবনের হোলি খেলায় আমিতো তেমন কোনও রূপার কাঠি পাইনি পাইনি কসাই পাড়ার নেতৃত্ব; অথবা গোলাপ বাগানের ভৃত্য আমার বুনো জোয়ারের স্থলে কেবল স্বপ্নের পায়চারি যেনোবা রঙের মিছিল বেড় এলোপাতারি পথ ভুলে তারপর নেমে যায় গভীর তৃষ্ণা জল মৃত্যুকে ভুলে কেবল আমি নামি উষ্ণ উপত্যকায়... শিশুদের বাগানে কি থাকে আগুন? জ্বলে মৃত্যু উপত্যকায়? গোলাপের সুবাসে কি থাকে মধু? প্রাণের উচ্ছ্বলতায়? এই নাও পাপ ও পূণ্যের কালে আমাকে কেবল মৃত্যুর দূত হতে বলো আমি বাগানের পাশে লিখে দেবো নীল আকাশ ভর্তি রোদ কোনও প্রেম ও অপ্রেমের দিন নয় কেবল আজ আজ মৃত্যু তুফানে জেগে ভয়ের রাত... আমি কি এখনো শিশু? তুমি তবে রাজহাঁস হও

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।