আমাদের কথা খুঁজে নিন

   

ভুলোমনা ব্র্যাড

হলিউডি তারকা ব্র্যাড পিট সম্প্রতি বলেছেন পরিচিত ব্যক্তিদের চেহারা মনে রাখা তার জন্য খুবই কঠিন একটি কাজ, তিনি মনে করেন ‘চেহারা ভুলে যাওয়া’ রোগে আক্রান্ত তিনি। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
সম্প্রতি একটি ম্যাগাজিনকে সাক্ষাৎকার দেওয়ার সময় পিট বলেন,এমনকি যদি কোনো মানুষের সঙ্গে তিনি খুবই গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলোচনা করেন এরপরও মানুষটি চলে যাবার পর তিনি ভুলে যান সে দেখতে কেমন ছিল!
পিট আরও বলেন, “এই কারণে অনেকেই আমাকে অপছন্দ করে এবং ভাবে আমি তাদের প্রতি অসম্মান দেখাচ্ছি।”
পিট জানান কারও চেহারা ভুলে গেলে তিনি সেই ব্যক্তিকে জিজ্ঞেস করেন তাদের এর আগে কোথায় দেখা হয়েছিল, তবে ওই প্রশ্ন পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। পিট বলেন, “কোনো কোনো সময়ে মানুষ আমাকে প্রশ্নটির উত্তর দেয় কিন্তু বেশিরভাগ সময় তারা মনে করে আমি অহংকারী হবার ভাব দেখাচ্ছি। কিন্তু এটা আসলেই আমার জন্য একটি সমস্যা।”
ছয় সন্তানের বাবা ব্র্যাড বলেন তিনি এই রোগের জন্য চিকিৎসকের শরণাপন্ন হবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এর আগ পর্যন্ত খুব কম মানুষের সঙ্গেই মেলামেশা করতে চান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।