যদি তুমি লাইব্রেরীতে আসো
আমি হব টেবিলে থাকা ধুলোর আস্তরন
যদি তুমি লাইব্রেরীতে আসো
আমি তোমাই দিব বাতাসের স্নিদ্ধ শিহরন
যদি তুমি লাইব্রেরীতে আসো
আমি হব নিশ্চুপ নিরবতা
যদি তুমি লাইব্রেরীতে আসো
দেখবে প্রতিটি বইএ লেখা তোমার এ আগমনের কথা
যদি তুমি লাইব্রেরীতে আসো
আমি হব সমস্ত আড্ডার প্রান
যদি তুমি লাইব্রেরীতে আসো
দেখো আমি খুজি তোমার ই ঘ্রান
যদি তুমি লাইব্রেরীতে আসো
আমিহব প্রতিটি বই এর অক্ষর
যদি তুমি লাইব্রেরীতে আসো
তোমারজন্য সময় করে দিব মন্থর
যদি তুমি লাইব্রেরীতে আসো
আমি হব তোমার চোখে পরা ছমছম আলোর রং
যদি তুমি লাইব্রেরীতে আসো
দেখবেলুকিয়ে আছি নিয়ে কত রং
যদি তুমি লাইব্রেরীতে আসো
আমি হব চোখে চোখে লুকোচুরি
যদি তুমি লাইব্রেরীতে আসো
হয়তো পাবে আমায় যদি কর খোজাখুজি
আমি আছি তোমারই অপেক্ষায়
লাইব্রেরীতে লাইব্রেরীতে লাইব্রেরীতে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।