আমাদের কথা খুঁজে নিন

   

নকিয়া কিছুদিনের মধ্যেই বাজারে ছাড়বে ডুয়েল সিম ডুয়েল স্টেন্ডবাই মোবাইল ফোন


নকিয়া কয়েকদিন আগে বাংলাদেশের বাজারে c1-00 মডেলের মোবাইল ফোন সেট ছেড়েছে । কিন্তু এতে সমস্যা হল একসাথে ২ সিম চলে না । একটা বন্ধ রেখে আর একটা চালাতে হয় । এতে ক্যামেরা নেই, ম্যামরি কার্ড ব্যাবহার করার সুবিধাও নেই । কিছুদিনের মধ্যেই বাংলাদেশের বাজারে c2-00 মডেলের আর একটি সেট বাজারজাত করতে যাচ্ছে, যাতে থাকবে এফ এম রেডিও ও ভিজিএ ক্যামেরা এম পি ৩ সুবিধা । এতে ৩২ জিবি পর্যন্ত ম্যামরি কার্ড ব্যবহার করা যাবে । আছে gprs সুবিধা । এর দাম ৫০০০ টাকার মতো হতে পারে ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।