আমাদের কথা খুঁজে নিন

   

বাবা



বাবা তুমি ছত্রধর হয়ে আজ মাথার উপরে ছায়া দিচ্ছো, বটবৃক্ষের নীচে যেমনি ক্লান্ত- পথিক-- তপ্ত দুপুরেও নিশ্চিন্তায় নিঝুম সন্ধ্যার মতো ডুবে যায় ঘুমের দেশে। আজ স্বপ্নলোকে তোমার বিদায়ীক্ষন দেখে হুঁ হুঁ করে কান্নায় ভেঙ্গে যায় বুকটা। হৃদয় বীণার তারগুলো নিষ্ঠুরভাবে ছিড়ে যাচ্ছিলো; সাত সাগরের ঢেয়ের মতো হঠাত অশান্ত- হয়ে জলোচ্ছাস আর টর্নেডোর মতো অস্থীর হয়ে যায় ঘুমন্ত- হৃদয়। বাবা তুমি থাকবেনা যেদিন--- আজকের এই স্বপ্ন সেদিন বাস্তব হয়ে যাবে; স্বপ্নের সে নিষ্ঠুর বাস্তবতা কী করে নেবো বাবা মেনে? ফারুক হোসেন ৬ জুলাই ২০০১, শুক্রবার ভোরবেলা।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.