আমাকে ব্লগের new user বলা যায় এখনো। । ব্লগে লেখালেখির বয়স বেশি দিন হয়নি...তাই অনেক শব্দের মানে বুঝতে পারিনা। তবে শব্দের মানে জানতে গিয়ে এটা বুঝেছি এখানে এমন অনেক ব্লগার আছেন যারা মোটেই helpful না। আমি জনৈক ব্লগার ajib_pola কে একটা প্রশ্ন করেছিলাম...প্রশ্ন ঠিক বলবো না এটাকে বলা উচিত আমার না জানা একটা শব্দের মানে আমি তার কাছে জানতে চেয়েছিলাম।
কিন্তু তিনি আমার সাথে আজব আচরন করলেন...পরে বুঝতে পারলাম কেন তার নিক ajib_pola আসলে আমরা নিজেরাই তো নিজেদের সব চেয়ে ভালো চিনি।
যাই হোক, যদি কোন সাহায্যকারী ভাই বোন এখানে থাকেন তাহলে আমাকে এক টু হেল্প করলে খুশি হব। যে শব্দের মানে জানতে চাচ্ছি হয়তো আপনারা সেটা নিয়ে হাসতে পারেন যে এই সামান্য শব্দগুলো বুঝতে পারছিনা। ।
শব্দগুলো হচ্ছে :
মডু ( অনেকে বলে আমি মডু সিলাম বা আছি), টেকি ব্লগার, টেকি ভাই, টেকি পোস্ট, পুপি, পুত্তম পিলাচ, টেকি জোকস, ফান পুষ্ট ( এখানে কি পোস্ট কে কি পুষ্ট বলা হচ্ছে ?), ধইন্যা, পিলাচিত, হাহাপেদি, হাহাপগে, খোমাখাতা... ।
।
খুশী হব কেউ জানালে। অনেক বিরক্ত করলাম। Thnx !!!!!!!!!। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।