কম্পিউটার একটি সদা পরিবর্তনশীল প্রযুক্তি, ইদানিং কালে যেসব বই পড়ছি তাতে বইয়ের শুরুতেই বলে দেয় বইটি যখন প্রকাশিত হচ্ছে তার পর বইয়ের আলোচিত বিষয়ের প্রযুক্তি পরিবর্তিত হতে পারে তাই সদা বইয়ের ওয়েব সাইটের সাথে যোগাযোগ রাখেন, আপডেট জানেন। সামহোয়ারের ওয়েব সাইট দেখার পর ভাবলাম একটু ওয়েব প্রযুক্তি নিয়া ঘাটা ঘাটি করি। তারপর জানলাম, এইটি এম এল, পি এইচ পি, সার্ভেল্ট, জে এস পি, জে এস এফ, এজাক্স, এক্স এম এল, জেডিবিসি, প্রিং, হাইবারনেট ইত্যাদি ইত্যাদি। ওরে বাবা এ দেখি জ্ঞানের মহাসমুদ্র, কোন টা ছেড়ে কোনটা শিখি? জানার কোন শেষ নাই, জানতে জানতে জানিনা কিছুই তাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।