পারলৌকিক হ্যাঙ্গারে হ্যাঙ্গ হয়ে আছে ইহকাল / পুনরায় জন্ম নেয়া এখন বিশেষ প্রয়োজন
ব্লগার বন্ধুদের সাথে একটা বিষয় শেয়ার করি। আমার অনার্স ফাইনাল পরীক্ষা চলছে। গতকাল মার্কেটিং পরীক্ষা চলছিল খুলনা আযম খান কমার্স কলেজে। পরিদর্শককে বল্লাম স্যার একটু পানি খাব। স্যারতো উত্তেজিত হয়ে..কি!!! রমজান মাসে পানি!!! আমি বল্লাম, স্যার এইটা রমজান মাস নাকি ভাদ্র মাস? স্যারতো ফট্টিনাইন; কি বললেন!!! আমি শান্ত স্বরে বললাম, স্যার সারা বছর থাকে ইংরেজী মাস, আমার খাতায় সই করলেন ইংরেজী মাসের তারিখ দিয়ে, বৈশাখ মাসে পান্তা ইলিশ খান আর আরব দেশের মাস হিসাব করেন হজ্বের টাইম আসলে, ঘটনা কি? আমার কোনো শাবান-রমজান নাই, ভাদ্রমাস, গলা শুকাই গেছে পানি খাব? স্যার কনফিউজ, আপনি থেকে তুমিতে, এই ছেলে তুমি হিন্দু না মুসলমান? আমি বল্লাম স্যার আপাতত পরীক্ষার্থী। স্যার বলেন, মানে? মানে বাসায় গিয়া আম্মায় সেহেরি খাইয়া যেই ভাতগুলান পানি দিয়া রাখছে সেই পান্তা খামু মরিচ দিয়া, বুঝেন নাই স্যার আমি বাঙ্গালী। পানি খাইতে যাইতে দিবেন না মার্শাল ভাইরে ডাকুম? মার্শাল ভাই ছাত্রলীগের নেতা, আমি তারে ভালো চিনি না, স্যার চিনেন, বললেন বাইরে যাওয়া যাবে না। পানি চলে আসলো হলে। পানি পান করা কতটা মজার টের পাইলাম আবারো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।