আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ব্যাংকের স্বতন্ত্র বেতন কাঠামোর অনুমোদন



বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সংশোধিত বেতন কাঠামোর অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ। নতুন এ বেতন কাঠামো অনুযায়ী বেতন ৯টি স্তরে প্রদান করা হবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে ব্যাংকের ৩১৬তম বোর্ড মিটিংয়ে এ অনুমোদন দেয়া হয়। নতুন কাঠামো অনুযায়ী একজন নির্বাহী পরিচালকের জন্য সর্বোচ্চ স্কেল ৬০ হাজার টাকা এবং একজন এমএলএসএসের জন্য সর্বনিম্ন ৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ বেতন কাঠামোতে প্রত্যেকটি স্তরে তাদের মূল বেতনের সঙ্গে বাড়ি ভাড়া ও চিকিত্সা ভাতা যোগ করা হয়েছে।

সে হিসাবে একজন নির্বাহী পরিচালকের বেতন হবে ৯৩ হাজার টাকা। সবনিম্ন পর্যায়ের একজন কর্মচারী এমএলএসএসের সর্ব সাকল্যে বেতন হবে ১৩ হাজার ৫৫০ টাকা। এছাড়া ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীর জন্য তাদের প্রণোদনা বোনাস মূল বেতনের আড়াইগুণ নির্ধারণ করা হয়েছে। প্রতি বছর এ ধরনের বোনাস দেয়া হয়ে থাকে। তবে গত দু’বছর বাংলাদেশ ব্যাংকের লাভ অনেক বেশি হওয়ায় প্রণোদনা বোনাস মূল বেতনের সাড়ে তিনগুণ দেয়া হয়েছিল।

কিন্তু এবার কেন্দ্রীয় ব্যাংকের লাভ কম হওয়ায় তা যথারীতি আড়াইগুণ নির্ধারণ করা হয়েছে বলে জানা যায়। গভর্নরের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন ব্যাংকের তিন ডেপুটি গভর্নর, পরিচালনা পর্যদের সদস্যরা ও অর্থ সচিব। আগামী সপ্তাহে বেতন কাঠামোটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা যায়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতদের নির্দেশনার আলোকে দ্রুত এই বেতন কাঠামো অনুমোদন করা হলো। এটি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অনেকদিনের দাবি ছিল।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.