জেগে জেগেই স্বপ্ন দেখি বা দেখার চেষ্টা করি কেননা ঘুম ভাঙ্গার সাথে সাথে যদি স্বপ্নও যদি ভেঙ্গে যায় বা ঘুমের ঘোরে দেখা স্বপ্ন যদি মনে না থাকে !!! তাহলে যে নিজেকে একেবারেই হারিয়ে ফেলব আর স্বপ্ন ও কোনদিন-ই বাস্তবে রুপ দিতে পারব না !!! -Tauhidul Islam তানিন আযাব আর গজব, দেখছি প্রতিনিয়ত ! হচ্ছে-হবে, কত ভাই আহত-নিহত । আযাব আর গজব, দেখছি প্রতিনিয়ত ! পেয়েও টর্নেডো, হয়নি কিঞ্চিৎ হুঁশ মোদের; আসলো আবার ভয়াল সাভার ট্র্যাজেডি, জাগ্রুক করতঃ বোধোদয় মোদের । এরপরেও কি মেনেছি, বানী মহান প্রতিপালকের ! তাইতো এলো কালোরাত, নারকীয় হত্যাযজ্ঞ; আমার ভাই, নিরীহ আলেম সব শহীদের । তারপরেও মোরা চাইনি ক্ষমা ঐ মহিয়ানের তাইতো আসছে ধেয়ে, প্রবল বেগে সামুদ্রিক তান্ডবী ঝড়, মহাসেন ফের । এখনো করছি মোরা, বিদ্রুপ আর তামাশার জের ! নেই কর্ণপাত একটুও, এ যে কর্মফল; আমাদের অযাচিত পাপাচার আর জুলুমের ! ওগো প্রভু ! ক্ষমা চাই, যত অবিচার আর ভুলের, করছি শপথ খালেছ দিলে, সব মেনে ভ্রান্তি নফসের; করো নিরাপদ, করো রক্ষা, আমার সব ভাইদের । হে মালিক ! ক্ষমা করো, আমার সব সাথীদের দাও জ্ঞান, দাও প্রজ্ঞাময় আলোর দিশা; যেন পাই মোরা, সরল-সঠিক পথ-হেদায়াতের । _____________________________________________ রচনাকালঃ ১৫.০৫.২০১৩ ইং (রাত ৯.৩০ মিনিট)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।