আমাদের কথা খুঁজে নিন

   

বাবু সুরঞ্জিত এর এ কোন কর্মফল !

বাবু সুরঞ্জিত সাবেক রেলমন্ত্রী বলেছেন দুদকের কাছে তিনি নির্দোষ প্রমানিত হয়েছেন। তাঁর ছেলেও নির্দোষ প্রমানিত হয়েছে। তাহলে কেন এই সব? এই ভারতীয় উপমহাদেশে হিন্দুরা বিশেষ করে যারা দেবতার পূজা করেন তারা কিন্তু জীবনে যা কিছু ঘটে যায় সব কিছুর মধ্যেই একটা কর্মফল অনুভব করেন। একটা ভালো খবর আসলো তারা ভাবেন এটা হয়তো ঈশ্বর কোনো একটি ভালো কাজের ফল দিলেন । একটা ছোট দুর্ঘটনা আসলে ভাবেন এটা হতে পারে কোনো একটি খারাপ কাজের ফল, যা কি-না অনেক বড় কোনো দর্ঘটনা থেকে ঈশ্বর রক্ষা করলেন! বাবু সুরঞ্জিত এখন এমন একটি অবস্থায় আছেন যে, কেবল মাত্র তিনি-ই আর ঈশ্বর-ই জানেন সত্যটি কি।

ছোট কালে ছাওয়াল ধরা , চোর এইসব দেখতে চাইতাম। এরপর যখন চোখের সামনে একদিন দেখলাম তখন দেখেতো আশ্চর্য হয়ে গেলাম , আরে এ তো দেখি মানুষ। তাহলে তাদের এইসব বলে কেনো? তেমনি ভাবে দুদককের কর্মকর্তাদের দেখে হাসি পায় আর ছোট বেলার কথা ..... আরে এ তো দেখি মানুষ ! দুদক একটি প্রতিষ্ঠান তার আবার সার্টিাফকেট বিশেষ করে নিজ দল যখন ক্ষমতায় এমনকি একজন বর্ষীয়ান রাজনীতিবিদ মন্ত্রীর বিরুদ্ধে ! এটা নিয়ে আবার বাহাদুরী। সাবেক সরকারের সাবেক স্ব-রাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা সবারই মনে আছে নিশ্চয়ই। যার সজারুর মত খারা খারা তেল মাখানো চুল ছিলো দেখার মত, আর বক্তব্য ছিলো এমন ," উই আর লুকিং ফর শত্রুজ" ।

তিনি এত সৎ ছিলেন যে, দুদক কোনো সন্দেহ-ই করত না। অথচ তত্তাবধায়ক সরকারের সময় কি দেখলাম আমরা? একজন প্রভাবশালী আসামীকে বাঁচাতে নিয়েছেন ৫০ কোটি টাকা ! তেমনি আমরা একজনকে দেখছি। যাই হোক আমরা দুদককে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই যে, ক্ষমতায় আসীন কোনো মন্ত্রী বা নেতাকে যেনো ক্ষমতায় থাকতেই তাঁর কর্মফল ভোগ করতে হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।