আমাদের কথা খুঁজে নিন

   

এক ফ্রেমে সময়ের তিন তারকা

আমাদের দেশীয় চলচ্চিত্রে শিল্পী সংকট প্রকট আকার ধারণ করেছিল। একক নায়ক এবং হাতেগোনা দু'তিনজন নায়িকা দিয়েই চলছিল বছরের পর বছর। দর্শকও হয়ে পড়েছিল একঘেয়ে। দর্শকদের এই একঘেয়েমি থেকে মুক্তি দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। চলচ্চিত্র ব্যবসায় এসেই তারা বেছে নিয়েছিল নতুন মুখ বাপ্পী এবং মাহীকে।

শুরু থেকেই সফল এ দুই তারকা। এরপর জাজ তাদের আরেকটি ছবি 'পোড়ামন'-এ মাহীর বিপরীতে সুযোগ দেন আরেক তরুণ অভিনেতা সাইমনকে। এ ছবিটিও সুপারহিট। সবমিলিয়ে ঢাকাই চলচ্চিত্র পেল তিনজন নতুন অভিনয়শিল্পী। তার থেকেও বড় কথা পেল দুইজন নায়ক_ সাইমন এবং বাপ্পীকে।

বলা যায় তারা তিনজনই এখন দর্শকপ্রিয়। আর এর মধ্য দিয়ে কিছুটা হলেও কেটেছে শিল্পী সংকট। এ জন্য চলচ্চিত্র পাড়ার মানুষ জাজ মাল্টিমিডিয়াকেও ধন্যবাদ জানাচ্ছেন। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজীজ বলেন, 'শুরু থেকেই আমরা চেয়েছি নতুন পথে হাঁটতে। এখন বিশ্ব উন্মুক্ত।

দর্শকের বিশ্বের বিভিন্ন দেশের ছবি দেখে। তাদের রুচিতেও তাই পরিবর্তন এসেছে। আমারাও চেয়েছি সেই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে। এজন্য নতুন স্বাদের গল্প, নির্মাণ এবং অভিনয়শিল্পী নিয়ে শুরু করেছি। আল্লাহর রহমতে আমরা সাফল্য পেয়েছি।

চলচ্চিত্র ব্যবসায় আবারও জেগে উঠেছে। আমরা এ ধারা অব্যাহত রাখবো। '

জাজ মাল্টিমিডিয়া এবার নতুন উদ্যোগ নিয়েছে। তাদের আবিষ্কৃত তিন অভিনয়শিল্পী বাপ্পী, মাহী ও সাইমনকে নিয়ে নির্মাণ করছে নতুন ছবি। ছবির শিরোনাম 'দবির সাহেবের সংসার'।

এটি নির্মাণ করছেন সুনির্মাতা জাকির হোসেন রাজু। চলতি সপ্তাহেই ছবিটির শুটিং শুরু হয়েছে। ছবিতে দবির সাহেবের ভূমিকায় অভিনয় করছেন আলীরাজ। আর তার বাড়ির দুই চাকর আক্কাস এবং কুদ্দুসের ভূমিকায় অভিনয় করছেন যথাক্রমে সাইমন ও বাপ্পী। অন্যদিকে বাড়ির চাকরানি চুমকী চরিত্রে অভিনয় করছেন মাহি।

নির্মাতা জাকির হোসেন রাজু বলেন, 'এই ধরনের কমেডিধর্মী ছবি এর আগে আমি নির্মাণ করিনি। দর্শক সবসময়ই আমার কাছে রোমান্টিক ছবিই বেশি আশা করেন। তবে এবার চ্যালেঞ্জ নিয়েই কমেডিধর্মী ছবির কাজ শুরু করেছি। তিন অভিনয়শিল্পীই ভালো পারফর্ম করছেন। দর্শকের কাছে ছবিটি উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস।

' সাইমন বলেন, 'ছবিটিতে আমি আক্কাস চরিত্রে অভিনয় করছি। শুটিং-এর সময় আমরা অনেক মজা করেই কাজ করছি। ' বাপ্পী বলেন, 'অনেক ভালো কাজ হচ্ছে। তাছাড়া রাজু স্যারের সঙ্গে এটি আমার প্রথম কাজ। তিনি ভীষণ গুণী একজন নির্মাতা।

আমি অনেক কিছুই শিখছি তার কাছে। '

মাহি বলেন, 'রাজু স্যারের পোড়ামনের নায়িকা ছিলাম। এই ছবিতে একেবারে ভিন্নরকম গেটআপ আমার। দর্শকের ভালো লাগবে। '

'দবির সাহেবের সংসার' ছবির পাণ্ডলিপি তৈরি করেছেন আবদুল্লাহ জহির বাবু।

ছবির সবগুলো গান করেছেন শফিক তুহিন। গল্পের শুটিং শেষ হলে গানের শুটিং শুরু হবে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।