নাজমুল ইসলাম মকবুল
বাসিয়া আমার ঢেউ খেলানো
মন মাতানো স্মৃতির ঝলক।
বিশ্বনাথের কূলটি ঘেঁষে
চলছে কত মাইল ফলক।
বর্ষাকালের ঘোর লগণে
ঢেউয়ের দোলায় নতুন সুর।
বিদ্যুৎসম স্্েরাতের গতি
যায় যে তখন কতই দুর।
দাঁড় টেনে পাল তুলে
নৌকা চলে দিকবিদিক।
হরেক রকম মাছের খেলায়
ভরে উঠে সকল দিক।
শষ্য শ্যামল সবুজ ভরা
রূপের চমক উভয় তীর।
শুকিয়ে গেলে নদীর পানি
বেদনাতে হয় অধীর \
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।