আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে আমার বাসিয়া নদী

নাজমুল ইসলাম মকবুল

নাজমুল ইসলাম মকবুল হায়রে আমার বাসিয়া নদী তোমার দু’কুল ভরাট করে হিংস্র নখের আচড় দিয়ে রাহুগ্রাসে করছে দখল কাক শকুনের দল। ওদের কালো হিংস্র থাবা করতে এবার বগল দাবা এগিয়ে চলো সংগ্রামী বীর হাতে নিয়ে তরবারী তীর এইতো সময় রুখতে হবে বিষদাত ওদের ভাঙতে হবে নইলে ওরা এমনি করে উপরমহল খুশি করে আমার প্রিয় বাসিয়া নদী পুরোটাকেই হজম করে অট্টহাসি হাসবে তারা তখন কিন্তু বানের পানি ভাসিয়ে নিবে ঘরের ছানি উপায় তখন থাকবেনা আর চোখের পানির ঝরনা ছাড়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.