যশোর: সোমবার সকাল ৬টার দিকে যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের সামনে থেকে স্থানীয় লোকজন বাবু (২০) নামে এক যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। সোমবার ভোররাতে দুর্বৃত্তরা তার দু’চোখ খুচিয়ে নষ্ট করে দেয়।
এলাকাবাসী ও হাসপাতাল সূত্র জানায়, শহরের শংকরপুর কালিতলা এলাকার হারুনুর রশিদের ছেলে বাবুকে একই এলাকার চান্দের আলীর ছেলে বাবু, দুলু ও শুকুর সোমবার ভোররাতে ডেকে নিয়ে যায়। এরপর সকাল ৬টার দিকে স্থানীয় লোকজন বাবুকে স্থানীয় আনসার ক্যাম্পের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তখন তার দু’চোখ রক্তাক্ত ছিল।
তারা তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।
বাবুুর মা রোকেয়া বেগম ও চাচাতো ভাই মুরাদ জানিয়েছেন, বাবুু একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করে। জুয়া খেলার ২০০ টাকা নিয়ে কয়েকদিন আগে এলাকার কয়েকজনের সাথে তার গোলযোগ হয়েছিল। এ ঘটনার সূত্র ধরে তারাই এ কাজ করতে পারে বলে বাবুর মার ধারণা।
২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অপারেশনের মাধ্যমে ক্ষতিগ্রসত্ম বাম চোখটি তুলে দেয়া হয়েছে।
যোগাযোগ করা হলে যশোর কোতয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার মোসত্মাফিজুর রহমান বলেন, চুরি করতে গিয়ে ধরা পড়ে জনগণ কর্তৃক চোখ বিনষ্ট করা হয়েছে বলে জানতে পেরেছি। থানায় এ সংক্রানেত্ম কোন অভিযোগ দায়ের হয়নি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।