ইরফ। ন
ইন্টারনেটে বিশ্বের সবচেয়ে বড় বিশ্বকোষ উইকিপিডিয়ায় চট্টগ্রামকে তুলে ধরার জন্য একটি উইকি প্রকল্প গ্রহণ করা হয়েছে। চট্টগ্রামের ঐতিহ্য থেকে শুরু করে ইতিহাস, সংস্কৃতি, লোককাহিনী, মুক্তিযুদ্ধ এ সবই তুলে ধরা হবে ইংরেজি এবং বাংলায়। এই উদ্দেশ্যকে সামনে রেখে মুনির হাসান (সাধারণ সম্পাদক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি) চট্টগ্রাম ও উইকিপিডিয়া: নতুন দিগন্ত শীর্ষক একটি সেমিনার উপস্থাপন করেন এবং এই উদ্যোগের সমন্বয়ের জন্যে একটি সমন্বয় পরিষদ গঠন করা হয়। এই সমন্বয় পরিষদের সদস্যরা হলেন:
চেয়ারমান-সাফিয়া রাহমান, অধ্যক্ষ, সানশাইন গ্রামার স্কুল
কো-চেয়ারমান- মাসুদ বকুল, সভাপতি, দৃষ্টি
এমরান হারুন, শিক্ষক, আইইউবি
সমন্বয়ক- আদনান মান্নান, শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সদস্য-
সৌমিত্র পালিত, শিক্ষক, আইইউবি
ডাঃ মাসুদ রানা
নাসির উদ্দিন হায়দার, সহ-সম্পাদক, প্রথম আলো
ইরফান নেওয়াজ খান, শিক্ষক, ইউএসটিসি
মমিনুর রহমান, শিক্ষক, আইআইইউসি
প্রকৌশলী বনকুসুম বড়ুয়া নুপুর
ফারহা মাহযাবিন, শিক্ষক, আইইউবি
আজ অনুষ্ঠিত হল Wiki chittagong সমন্বয় পরিষদের প্রথম সভা।
এতে উপস্থিত ছিলেন সাফিয়া রহমান, মাসুদ বকুল, এমরান হারুন, সৌমিত্র পালিত, নাসির উদ্দিন হায়দার, বনকুসুম বড়ুয়া নুপুর, ইরফান নেয়াজ খান, মুমিনুর রাহমান। সভা পরিচালনা করেন আদনান মান্নান। পেশাগত ব্যস্ততার কারনে উপস্থিত থাকতে পারেননি ফারহা মাহযাবিন এবং ডাঃ মাসুদ রানা। সভায় সিদ্ধান্ত নেয়া হয়-
১. একটি প্রদায়ক বাহিনী গঠন করা হবে বিভিন্ন ছাত্রছাত্রীদের সমন্বয়ে।
২. এই মুহুর্তে কমিটি ৪ টি বিষয় নিয়ে কাজ করবে - চট্টগ্রামের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, মনিষী ও প্রতিষ্ঠান।
৩. পরবর্তিতে কাজ করা হবে যোগাযোগ, ক্রীড়া ও বানিজ্য বিষয়ে।
এতে দায়িত্ব প্রদান করা হয়েছে:
- ইতিহাস এবং মুক্তিযুদ্ধ, সংস্কৃতি - নাসির উদ্দিন হায়দার, ডাঃ মাসুদ রানা।
- মনিষী - ইরফান নেয়াজ খান, মুমিনুর রাহমান, সৌমিত্র পালিত
- প্রতিষ্ঠান - আদনান মান্নান, এমরান হারুন, বনকুসুম বড়ুয়া নুপুর
এছাড়া আগামী ৪ই সেপ্টেম্বর Wiki chittagong ক্যাম্প অনুস্থিত হবে আইইউবি চট্টগ্রাম কাম্পাসে। ৭ই অক্টোবর হবে Wiki এর জন্য ছবি তোলা প্রতিযোগিতা। সেমিনার ও ক্যাম্প করা হবে - প্রিমিয়ার, ইউএসটিসি, আইইউসি, সানশাইন এবং সাইডার স্কুলে ।
এই বিশাল কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন করার জন্যে চট্টগ্রামের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। আশা করি চট্টগ্রামবাসী এইবার ও পিছিয়ে থাকবে না বরং সামনের দিকেই এগুবে। জয়তু চট্টগ্রাম। জয়তু চট্টগ্রামবাসী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।