কালের কণ্ঠে প্রকাশিত একটি সংবাদের ব্যাপারে স্ব-প্রণোদিত হয়ে আদালত বলেছেন, কোন শিক্ষা প্রতিষ্ঠান বা অফিসে মহিলাদের বোরকা পরতে বাধ্য করা যাবে না । কিন্তু রাণী ভবানী সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল দাবী করেছেন, তিনি কোন ছাত্রীকে বোরকা পরে কলেজে আসতে বাধ্য করেননি। Click This Link
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক,কেএম হাফিজুল আলম রোববার দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত ‘বোরকা না পড়লে আসতে মানা' শীর্ষক সংবাদটি আদালতের দৃষ্টিতে আনলে আদালত স্ব-প্রণোদিত হয়ে এ আদেশ দেয়।
প্রশ্ন হচ্ছে, আদালত কোন যাচাই-বাছাই ও তদন্ত না করে কেবল পত্রিকায় প্রকাশিত রিপোর্টের ওপর ভিত্তি করে এ ধরনের আদেশ দিতে পারে কিনা? অবশ্য এ ব্যাপারে আইনজ্ঞরাই ভাল বলতে পারবেন। তবে আমার মতে, এ ধরনের স্পর্শকাতর বিষয়ে আরো যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেয়া উচিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।