বিশ্বের ৮৮তম সেরা দেশ বাংলাদেশ। প্রথম সেরা দেশটি হচ্ছে ইউরোপের ফিনল্যান্ড। বিশ্ববিখ্যাত ম্যাগাজিন নিউজউইক বিশ্বসেরা দেশসমূহের তালিকা প্রণয়ন করেছে। স্বাস্থ্য, শিৰা, অর্থনীতি ও রাজনীতি বিশেস্নষণে তৈরী করা হয়েছে এই তালিকা। এই তালিকায় বাংলাদেশের প্রতিবেশি ভারত ৭৮তম সেরা দেশের স্বীকৃতি পেয়েছে।
অপরদিকে পাকিসৱান আছে বাংলাদেশের ঠিক পরের স্থানটিতে অর্থাৎ ৮৯তম স্থানে। চীন ৫৯তম আর শ্রীলংকা ৬৬তম সেরা দেশ নিউজউইকের এই তালিকায়।
শীর্ষ ২০টি দেশের মধ্যে এশিয়ার জাপান, কোরিয়া ও সিঙ্গাপুর মাত্র এই তিনটি দেশ ঠাঁই পেয়েছে। তালিকা অনুযায়ী বিশ্বসেরা ফিনল্যান্ডের পর দ্বিতীয় স্থানে আছে সুইজারল্যান্ড এবং তৃতীয় সুইডেন। চতুর্থ সেরা দেশটি অস্ট্রেলিয়া।
অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ১১তম, জার্মানী ১২তম এবং যুক্তরাজ্য ১৪তম সেরা দেশ।
কিসের ভিত্তিতে বিশ্বসেরা দেশের এই তালিকা তৈরী করা হয়েছে? নিউজউইকের ডেপুটি এডিটর রানা ফুরোহার এ প্রসঙ্গে বলেছেন, ‘এই মুহূর্তে যে শিশু জন্ম নেবে, বিশ্বের কোন দেশটি তাকে সবচে বেশি স্বাস্থ্যকর, নিরাপদ ও উন্নত জীবন-যাপনের সুবিধা দিতে পারবে। তালিকাটি এই প্রশ্নেরই উত্তর। ’ ( ইত্তেফাক)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।