৫৬ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা ইব্রাহিম আহমেদ খুন হওয়ার আগের দিন রাজধানীর একটি অভিজাত হোটেলে গত (১২ আগস্ট) এমপি নূরুন্নবী শাওনের সঙ্গে গোপন বৈঠক হয়। বৈঠকে মিঠুসহ একাধিক ক্যাডার উপস্থিত ছিল। ওই বৈঠকে এমপি শাওন ইব্রাহিমকে তাদের গ্রামের বাড়িতে চেয়ারম্যান নির্বাচন করা কথা বললে ইব্রাহিম তাকে জানিয়ে দেন তিনি রাজধানীর ৫৬ নম্বর ওয়ার্ড থেকে আগামী নির্বাচনে প্রার্থী হবেন। এ সময় ব্যবসায়িক বিষয়েও মতবিরোধ দেখা দিলে তাদের দু'জনের মধ্যে তর্ক হয়। এর পরের দিন সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকায় ইব্রাহিম খুন হন। এদিকে ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার কথা উল্লেখ করা হলেও রহস্যজনক কারণে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বলে নিহতের পরিবার অভিযোগ করেছে।
দৈনিক সংবাদ ২২ আগস্ট খবরটি প্রকাশ করেছে। আমাকে গালি দিয়েন না কেউ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।