আমাদের কথা খুঁজে নিন

   

ইরাকে বোমা হামলায় নিহত ৩৫

দেশটি থেকে ২০১১ সালে যুক্তরাষ্ট্রের সেনা বাহিনী চলে যাওয়ার পর সাম্প্রতিক সময়েই সংখ্যালঘু সুন্নি মুসলিম ও সংখ্যাগুরু শিয়া মুসলিম সম্প্রদায়ের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
প্রতিবেশি রাষ্ট্র সিরিয়ার গৃহযুদ্ধের প্রভাবেও ইরাকে শিয়া-সুন্নিদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা আরো বেড়ে গেছে।
বুধবার সন্ধ্যায় বাগদাদে শিয়া অধ্যুষিত এলাকায় দুটি গাড়িবোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ২২ জন নিহত হয়। একটি গাড়িবোমা বিস্ফোরিত হয় একটি ক্যাফের বাইরে এবং অপরটি একটি বাজারে।
বাগদাদের সদর শহরের পুলিশ সদস্য জাবার আল রুবাই বলেন, ‘শক্তিশালী একটি বিস্ফোরণে চারদিক ঝলকে উঠল এবং ভবনটি কেঁপে উঠল।

চারপাশে জানালার কাঁচ ছড়িয়ে পড়ল। লোকজন দ্রুত সেখানে এসে আহত ও নিহতদের সরানোর চেষ্টা করে। ’
একটি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে দেখা যায়, রাজধানীর জাফারানিয়া জেলায় বিস্ফোরণে অনেক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশকিছু গাড়ি পুড়ে গেছে। দুর্ঘটনার শিকার মানুষজনকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে।

এক ব্যক্তি আহত এক শিশুকে নিয়ে দৌড়ে যাচ্ছেন।
বুধবার দিনের প্রথমভাগে তেল শহর কিরকুকে সরকারি একটি ভবনের কাছে দুটি গাড়িবোমা বিস্ফোরণে ১০ জন নিহত হন।
বাগদাদের উত্তরাঞ্চলে এক মটরসাইকেল আরোহী পুলিশের বহরের কাছে গিয়ে আত্মঘাতী বোমা হামলা চালালে অন্ততপক্ষে দুই অফিসার নিহত হন। প্রায় কাছাকাছি সময়েই মশুল শহরের কাছে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে এক পুলিশ সদস্য নিহত হন।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।