ইরাকে শুক্রবারে সিরিজ হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছেন। খবর : আল জাজিরার।
বাকুবার এক গ্রামে ফেডারেল পুলিশ সদরদফতরে বিস্ফোরক ভর্তি ট্যাংকার নিয়ে হামলায় ১২ জন নিহত ও ৫ জন আহত হয়। এতে ফেডারেল পুলিশ প্রধান তার সহকারীসহ নিহত হন।
আনবার প্রদেশের রাজধানী রামাদিতে আরেক হামলায় ১০ জন নিহত এবং ২৭ জন আহত হন।
এক আত্মঘাতি হামলাকারী মসজিদে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। আনবার প্রদেশে গত এক মাস ধরেই সরকারবিরোধী ও সরকারি বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংগ্রাম চলে আসছিল।
সালাহেদ্দিন প্রদেশের সারহা এলাকায় এক সেনা ঘাঁটিসহ কয়েকটি জায়গায় সিরিজ বোমা বিস্ফোরণে ১২ জন নিহত ও ১৩ জন আহত হন।
এ ছাড়া সামাররায় সেনা চৌকিতে বন্দুক হামলায় ২ জন নিহত এবং দিবিসে গাড়ি বোমা হামলায় ৯ জন নিহত ও ২৫ জন আহত হন।
প্রসঙ্গত, ইরাকের নিরাপত্তা বাহিনী গত ডিসেম্বরে সুন্নী মুসলিমদের এক বিক্ষোভ ক্যাম্প উৎখাতের পর থেকেই আনবারে সংঘর্ষ বেড়ে চলেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।